পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*o রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক গবাক্ষে জুলিয়েতের পুনঃ প্রবেশ । জু। তিনটি কথা প্রিয়তম-তবে হই বিদায় সাধু অভিলাষ যদি হয় এ তোমার, সাধু যদি হয় তব প্রণয়ের গতি, বিবাহে বাসনা থাকে আর,- কালপ্রাতে পাঠাবো জনেক লোক বলিও তাহার কোন স্থানে কোন দিনে বিবাহ কামনা সিদ্ধ হবে ; তখনি চরণ তলে, নাথ, সৰ্ব্বস্ব আমার দিয়ে হইব সঙ্গিনী যেথা যাবে ধরামাঝে সেই খানে আমি। ( নেপথ্যে) ও মেয়ে, কোথা গো তুই যাই, গো, যাই। — ক্ষণকাল আর থাকে- এই এমু বলে। { ধীরে ধীরে পরিক্রমণ ( ) cद्भt ! পাঠার্থী ছাড়িতে পুথী তংপর যেমন প্রণয়ী প্রণয়ীপাশে আসিতে তেমন, অনিচ্ছা তেমতি ফের ছাড়িবার বেলা পোড়ো যথা পাঠশালে যায় ছেড়ে থেলা । ( জুলিয়েত নিষ্কান্ত । ) গবাক্ষে জুলিয়েতের পুনঃ প্রবেশ। জু। শোনে-শোনে-প্রিয়তম-রোমিও-রোমিও! হায় ! ৰাঞ্জ ক্রীড়কের স্বরের তীব্রত -