পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮২ क्षांशे । 1 श्राझे । গে{ । রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক পেয়েছি । তবে শীগগির মঠে যা, কেউ একজন সেথা পত্নীবরণ করবে বলে আছে পতির কেতা।– ঐ যে ঐ এখন দেখি রক্ত ছুটে গাল দেখতে দেখতে রাঙিয়ে তুলে ক’ল্পে লালে লাল ! যাও শীগগির মঠে যাও।--অন্ত দিকে আমি যাই খুজিগে মই এক্টা, উঠবে তোমার স্বামী, পার্থীর ছ্যান পড়বে রেতে অন্ধকার হলে ; কেউ মর্বে মজুর খেটে-কেউ বা চতুৰ্দ্দোলে – যা, শীগগির মঠে যা — যাই শীগগির উঠিগে যাই—ভাগ্য চূড়ায় মোর!— ধাই মা তোর ব্যথা সারবে এখন বে-ওজোর । কাজেই তাই-—ফের খাটুনি হ’লেই পরে ভোর । २झ अझ-७र्छ पृथ्रा । ( মঠ-মধুরানন্দের কুটার । ) গোসাই ও রোমিওর প্রবেশ । কৃষ্ণের কৃপায় যেন এ মঙ্গল কাজে হয় শুভোদয় পরে, না হয় পশ্চাৎ দুঃখ অনুতাপ কিছু।