পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૦ রোমিও-জুলিয়েত প্ৰথম অৱ দস্ত সলেট বাহাদুর, মহামান্য গোলাম ", রাজাবাহাদুর চাদা দেহেদ, রায়বাহাদুর জয়জয়কার, রায়বাহাদুর চালাক্‌চোস্ত, মারমুর্দা হুজুরঠাণ্ডা, খা বাহাদুর খপরদেহেন্দা, অনারেবেল হাঞ্জির্বদ, মহামহোপাধ্যায় চাটুসন্ধু, যথাযোগ্য কপাল মন্দ ও মহিমাধৱ কপালত, মান্তবর মস্তাগো, কল্যানীয় মরকেশ, চিরজীবী তৈবল, আরো—আরো। { কাগজ ফিরাইয়া দিয়া ) এ তে অনেকগুলি ভদ্র ভদ্র লোকের নাম দেখুচি — কার লাড়ী নিমন্ত্রণ হে ? হর । আমাদের বাড়ী । রে । তোমাদের ত বটে, তবু কে সে ? হর । আমার মনিব মোশয় | বুে। তাইতে, আগেই দেট জিজ্ঞাসা করা উচিত ছিল। হর । তা নাই ক’লে জিজ্ঞাপ, আমিই বলুচি। অামার মনিব মহা ধনাড়া কপালত মহাশয়।--তুমি মোন্তাগোদলের কেউ যদি না হও ত যেইও, লুচিমেণ্ড একৃপেট খেয়ে যেতে পারবে-ঢালাও জিনিস-দেদার দে-দেদার দে-খেয়ে ফুরোয় কে ? বাবুর্জ এখন আসি, মুখে থাকে । { হরকরা নিষ্কম্ভূ ) বেমু । রোমিও, আজু যে’ও হে, ভারী পৰ্ব্ব সেথ। বসন্ত-উৎসৱ পৰ্ব্ব বহুদিন হ’তে হয় কপালত গৃহে মহা আড়ম্বরে— আনন্দ-বাজার আজি বসিবে সেখানে । আসিবে কতই সেথা সুরূপ। সুন্দরী,