পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अथम तूं ] মস্তাগো | বেচু। রোমিও-জুলিয়েত । শুনাইব আরো কিছু আদেশ আমার। অন্ত সবে যাও নিজ নিজ নিকেতন, প্রাণদণ্ড দণ্ডে যদি ভয় থাকে মনে । { মন্ত্রাগে, তস্ত বয়স্ত এবং বেলুবল ভিন্ন আর সকলে নিষ্কৃস্তি) বেকুবল, জানো যদি বলে, পুনরায় কে জাগায়ে দিল এই দ্বন্দ্ব পুরাতন ? ছিলে কি নিকটে এর স্থচন যখন ? তোমার, ও তোমার বিপক্ষ ভৃত্যগণ, আসিবার আগে মম, কলহেতে মাতি অস্ত্র চালাইতেছিল ; দেখিয়া মেমনি খুলি নিজ তরবারি দ্বন্দ্ব নিবরিতে অগ্রসর হই আমি, সহসা তখনি মহাক্রোধী তৈধল আসিয়া দেখা দিল। ক্ষণমাত্রে তরবারি নিষ্কাসি তাহার, দুৰ্ব্বাক্য ভংসনে মোর ধিক্কারি শ্রবণ, স্বল্ স্বন শব্দে বায়ু বিদীর্ণ করিয়া, অন্ত্র ঘুরাইয়া ঘন মস্তক উপরে যুদ্ধে সম্ভাষণ কৈলা মোরে। অচিরাং অগত্য আমিও অস্ত্র চালাই তখন, পাশ্ব-নিম্ন-পুরঃ-গুপ্ত প্রহার কতই— খেলাই দু’জনে ক্ষণ মুহূৰ্ত্ত ভিতরে, ঘাত প্রতিঘাতে শব্দ-অস্ত্রের ঝনঝনা ; কত লোক ক্রমশঃ দু’দলে দিল যোগ ;