পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৬৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইংরাজি পাঠ \9ף ט মান হয় ৷ হইতেছে। পথ অন্ধকার। ঘর, গলি, রাত্রি, সন্ধ্যা, বাগান, আমবাগান। আমরা মার জন্য অপেক্ষা করি । করিতেছি । তোমরা, তারা, আমি, তুমি, সে, বালকর, বালিকারা, যদু, মধু ইত্যাদি। ছেলেরা তাহাদের সকালের আহারের (Breakfast) জন্য অপেক্ষা করে । করিতেছে। বালিকার তাহদের মাষ্টারের জন্য অপেক্ষা করে । করিতেছে। ফুলগুলি ইহার মধ্যে স্নান হইতেছে। বঁাশপাতা সৰ্ব্বদাই কাপে । কঁাপিতেছে। ঝড় ইহারই মধ্যে আমাদের উপর আসিয়া পড়িল । চাদের চারিদিকে মেঘ সাদা দেখায়। দেখাইতেছে। এই পুকুরের চারিদিকের কুঁড়েগুলিকে নূতন বলিয়া মনে হয় ৷ হইতেছে । এই বইটিকে ইহারই মধ্যে পুরাতন দেখাইতেছে। কুঁড়েটিকে, সহরটিকে, গোলাটিকে, বাগানটিকে, পুতুলটিকে কাপড়টিকে । LESSON 16. My son will go to the market. Will you show him the way ? My Son will cross the river first. The ferry boat is on the other shore. It will come back soon. Let us sit here under the shade of the tree. The old man is waiting here with his bundle of straw. He will also go to the market. My son is going to buy fish and some mustard oil. He will also buy some kitchen pots. I will wait for him at the temple. I hope he will come back soon. We will not stop long in this village. We must reach home to-morrow. There is a room in the grocer's shop. We will sleep there to-night. Will you wake us up to-morrow morning 2 ধাতুরূপ, person, gender, number পরিবর্তন ও নেতিবাচক ও প্রশ্নবাচক করাইতে হইবে । শিক্ষক যদি আবখ্যক বোধ করেন তবে মাঝে মাঝে পূৰ্ব্বপাঠের ক্রিয়াপদগুলিকে যথাযোগ্য স্থানে ভবিষ্যৎকালবাচক করাইয়া লইতে পারেন । নদীতে যাইবার পথ কি আমাকে দেখাইয়া দিবে ? মন্দিরে, সহরে, গ্রামে, ক্ষেতে, স্কুলে, দোকানে, ষ্টেশনে । গ্রামটি মাঠের ওপারে। আমি এই মাঠ পার হইব । তুমি, তিনি, তারা, আমরা, যদু, মধু ইত্যাদি । নদীর ওপারে হাট । আমরা নদী পার হইব । আমি, তুমি ইত্যাদি। এস, খেয়া নৌকার জন্য অপেক্ষা করা যাক। এস, খেয়া নৌকার জন্য এই গাছের ছায়াতলে অপেক্ষা করা যাক ।