পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৭১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やぬ8 রবীন্দ্র-রচনাবলী যায় না । এদের সম্বন্ধে জানা যায় অতি অল্প—এদের বিবরণ বিশেষ ক’রে মনে রাখবার প্রয়োজন নেই । ১ । পৃথিবীর উপরিস্তরের কী রকম পরিণতিক্রমে সমুদ্র ও পাহাড় পর্বত তৈরি হোলো । ২ । পৃথিবীর জলীয় বাষ্প গেল তরল হয়ে, কিন্তু বাতাসে যে সমস্ত গ্যাস সেগুলো তরল হোলো না কেন । ৩ । পৃথিবীর হাওয়ার প্রধান দুটি গ্যাস কী। পরস্পরের তুলনায় তাদের পরিমাণ কত । ৪ । এক ফুট লম্বা এক ফুট চওড়া জিনিসের যতটা হাওয়ার চাপ পড়ে তার কতটা ওজনের মাপ । ৫ । পৃথিবীতে বায়ুমণ্ডল থাকার কী কী ফল । ৬ । গাছপালা কী উপায়ে আপন দেহে সুর্যের আলো এবং খাদ্য সঞ্চয় করে । ৭ । পৃথিবীতে বায়ুমণ্ডলের দুটো স্তরের কথা বলা হয়েছে, সে দুটোর বিবরণ কী । ৮ । বাষ্প আকারে যখন পৃথিবী ছিল তার থেকে একটা অংশ বেরিয়ে এসে ঠাও হয়ে চাদ হয়েছে। এই চাদ পৃথিবী থেকে কতদূরে থেকে কতদিনে তাকে প্রদক্ষিণ করছে । ৯ । চাদে বাতাস বা জল নেই কেন । ১০ । পৃথিবী স্বষ্টির কতকাল পরে পৃথিবীতে প্রাণের আরম্ভ দেখা গেল। কী আকারে তার আরম্ভ । ১১ । সেই আরম্ভ থেকে কী ক’রে প্রাণীদের মধ্যে পরিণতি ঘটতে লাগল । অতিরিক্ত প্রশ্ন ੱਭੋ੪ਥੋੜ੍ਹ চতুর্থ ভাগ বিদ্যাসাগরজননী ১ । বিদ্যাসাগরজননী ভগবতী দেবীর দয়ার বিশেষত্ব কী । সামাজিক কী কারণে এইরূপ দয়া আমাদের দেশে দুর্লভ। দৃষ্টান্ত দেখাও।