পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৭১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাদর্শ প্রশ্ন Vసిe বিদ্যাসাগরের দয়া বিদ্যাসাগরের দয়াবৃত্তির মধ্যে যে পৌরুষ ছিল দৃষ্টান্ত সহ তাহ ব্যাখ্যা করে । যুরোপের ছবি কিছু বদল করিয়া চলতি ভাষায় লেখো । নমুনা :– রাত্রে এডেন বন্দরে জাহাজ থামল । সমুদ্রে ঢেউ নেই, ডাঙার পাহাড়গুলির উপরে জ্যোৎস্ব পড়েছে। আলস্তে জড়ানো চোখে সমস্ত যেন স্বপ্নের মতো ঠেকছে। রাত্রেই জাহাজ ছেড়ে দিল । সমুদ্রতীরের পাহাড়গুলির পরে রৌদ্রের তাপে বাম্পের ছোওয়া লেগেছে, জলস্থল যেন তন্দ্রাবু আবেশে ঝাপসা । দূরে দূরে এক একটা জাহাজ চোখে পড়ে, মাঝে মাঝে দেখা যায় পাহাড়, জলের থেকে উঠে পড়েছে, এবড়ো-খেবড়ো, কালো, রোদে পোড়া, জনমানবহীন । যেন সমুদ্রের চৌকিদার, আনমনা রয়েছে তাকিয়ে, কে আসে কে যায় খেয়াল রাখে না । বিলাসের ফঁাস ১ । জীবনযাত্রায় আড়ম্বরের একটা উদ্দেশ্য বাহবা পাওয়া। সাবেক কালে যাহা লইয়া বাহবা পাওয়া যাইত এখন তাহার কী পরিবর্তন ঘটিয়াছে। ১ম প্যারাগ্রাফ হইতে ৪র্থ প্যারাগ্রাফ পর্যন্ত অবলম্বন করিয়া লেখো । ২ । ইহার ফলাফল কী এবং ইহার পক্ষে বিপক্ষে যে তর্ক উঠিতে পারে তাহার মীমাংসা করে। ( ৫ হইতে ১১ প্যারাগ্রাফ) ৩। বিবাহে পণ গ্রহণ সম্বন্ধে বক্তব্য কী । ( ১২ প্যারাগ্রাফ) ৪ । বর্তমানকালে দেশে বিলাসিতার ফল কী ঘটিতেছে । ( ১৩ প্যারাগ্রাফ) সম্পত্তি-সমর্পণ এই গল্পটি সম্বন্ধে নিজের মত ব্যক্ত করিয়া সমালোচনা করো। যজ্ঞনাথের স্বভাবের যে-বিশেষত্ব সমস্ত ঘটনার মূল কারণ তাহা আলোচনার বিষয়। খাদ্য চাই এ দেশের জনসাধারণের মধ্যে খাদ্যাভাব লইয়া যে সমস্ত উঠিয়াছে এই প্রবন্ধ অবলম্বন করিয়া তাহার আলোচনা করো।