পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অাদর্শ প্রশ্ন “হায়, তাত, উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষঃশ্রেষ্ঠ, শূলী শস্তুনিভ কুম্ভকৰ্ণ ? ভ্রাতৃপুত্র রাঘববিজয়ী ? নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে ? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে ? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে শমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।” উত্তরিলা বিভীষণ,—“বৃথা এ সাধনা, ধীমান রাঘবদাস আমি ; কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ ?” উত্তরিলা কাতরে রাবণি — “হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে । রাঘবের দাস তুমি ? কেমনে ও মুখে আনিলে একথা, তাত, কহ তা দাসেরে । 米 来 来 光 来 米 কেবা সে অধম রাম ? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ-কাননে ; যায় কি সে কভু, প্রভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম ? মৃগেন্দ্র কেশরী, তবে, হে বীরকেশরি, সন্তাষে শৃগালে মিত্রভাবে ?” ( ২ ) (কলিঙ্গদেশে অতিবৃষ্টি ) ঈশানে উরিল মেঘ সঘনে চিকুর । উত্তর পবনে মেঘ করে দুর দুর। নিমেষেকে বাঁশপে মেঘ গগনমণ্ডল । চারি মেঘে বরিষে মুষলধারে জল । ጳ•o©