পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳeՑ द्रौठ-ब्रध्नांबलौ কলিঙ্গে থাকিয়া মেঘ করে ঘোর নাদ । প্রলয় ভাবিয়া প্রজা ভাবয়ে বিষাদ ॥ 来 将 普 米泽 来源 করিকর-সমান বরিষে জলধারা । জলে মহী একাকার, পথ হৈল হারা ॥ ঘন বাজধ্বনি চারি মেঘের গর্জন । কারো কথা শুনিতে না পায় কোনো জন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী । সোঙরে সকল লোক জনক জননী ৷ হুড় হুড় দুড় দুড় শুনি ঝন ঝন । না পায় দেখিতে কেহ রবির কিরণ ॥ গৰ্ত্ত ছাড়ি ভুজঙ্গম ভাসি বুলে জলে । নাহিক নির্জন স্থান কলিঙ্গ নগরে ৷ 来源 来源 来 米 来源 来源 মাঝিয়াতে পড়ে শিলা বিদারিয়া চাল । ভাদ্রমাসেতে যেন পড়ে পাকা তাল ॥ 米 来源 光 米 米 চারি দিকে ধায় ঢেউ পৰ্ব্বত বিশাল । উড়ি পড়ে ঘর গোলা করে দোলমাল ॥ 将 Seventh Standard Examination, 1906 BENGALI. SECOND PAPER. Full Marks—50. Paper set by—BABU RABINDRA NATH TAGORE. Ea:aminer—PANDIT TARAKUMAR KAVIRATNA. N.B.-Candidates are required to answer any three out of the four questions of this paper. ১ । প্রবন্ধ-রচনা । নিম্নে উদ্ধৃত দুইটি রচনার মধ্যে যে কোনটি অবলম্বন করিয়া প্রবন্ধ লিখ — (ক) সঞ্চয় ও সঞ্চার।