পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(Homefarm) NICH ! - - وا\ہ 8 আর্য্যদর্শন । -* SiSJ কৃষি সভার আলোচনা অথবা কৃষি বিষয়ক কোন প্রকার নূতন আবিষ্কার ঐ সকল সংবাদ পত্র পড়িলেই জানিতে পাওয়া যায়। ইহাতে অশেষ উপকার হয়। আমাদের দেশের কৃষকের প্রায়ই কোন সংবাদ পত্র পড়িতে পরিবে না । নিকটবর্ত্তী প্রদেশে এমন কি নিকটবর্ত্তী জিলীয় কৃষি প্রণালী কিরূপ, সে বিষয়েও একটা লাঙ্গল প্রস্তুত করিয়াছেন ; স্তার অবগতির অভাব রহিয়ছে। বস্তুতঃ যে | পর্যন্ত কৃষকের ভাল করিয়া লেখাপড়া না শিখিবে, অথবা যে পর্য্যন্ত শিক্ষিত | ব্যক্তিরা কৃষিকর্ম্মে অর্থ ও বুদ্ধি নিয়োজিত না করিবেন, সে পর্যন্ত আর কৃষির কোন বিশেষ উন্নতির সম্ভাবনা নাই । বিলাতে প্রত্যেক ভূস্বামীরাই নুনাধি১••• বিঘা আয়তনের নিজের কৃষিক্ষেত্র এক জন কর্ম্মঠ লোকের হতে সাধারণতঃ এই কৃষিক্ষেত্রের ভার থাকে। কিন্তু অনেক স্থানে ভূস্বামী নিজেই সকল বিষয় তত্ত্বাবধান করেন। বিলাতে ভূস্বামীরা মুন্দরব্রুপ বুঝিতে পরিয়াছেন যে কৃষির উন্নতি হইলে সর্ব্বাগ্রে তাহাদের লাভ ; যে কোন প্রকারে ক্ষেত্রের উর্বরতা বৃদ্ধি হউক না কেন, জমিদারের লাভ নিশ্চয়, অপরাপরের লাভ ক্ষণস্থায়ী। আমাদের WE সীন নহেন ; কিন্তু তথাপি কবির উন্নতি হইলে করবৃদ্ধি অবশ্যই হইবে, তাহা বুঝিতে পারেন নাই। পূর্ব্বোক্ত কৃষি লেখাপড় বিষয়ে মূর্ধ। সুতরাং তাহার র্তাহার উদ্যোগ, উৎসাহ ও অর্থব্যয় দেশের জমিদারেরা অর্থে পার্জনে উদা इँशब्रा उँउtबहे ८थई cभ। ८मरुानिन्न cोग •२४२ ।। | সভয় ও কৃষি প্রদর্শনে ভূস্বামীর অত্যন্ত উৎসাহ প্রদান করেন। প্রিন্স অব ওয়েলসের সঙ্গে যে ডিউক অব্‌ সদারলাগু আসিয়াছিলেন, তিনি এক জন অতি স্ববিখ্যাত কৃষক। কৃষি বিষয়ে N. বিলাতের সর্বত্র খ্যাত । অতি গভীর কর্ষণের জন্য কয়েক দিন হইল তিনি নাম “ সাদারলাগু মাউ’ । মার্কষ্টস অব টুইডল এক সময়ে মাম্রাজের গবর্ণর ছিলেন । হাডিণ্টন সিয়ারে তাছার বিস্তর ভূসম্পত্তি। তিনিও এক জন বিখ্যাত কৃষক । কৃষি যন্ত্র প্রস্তুত করিবার জন্য তাছার বাড়ীতে অনেক কামার ও ছুতার আছে । তিনি এক রকম লাঙ্গল প্রস্তুত করিয়াছিলেন ; তাহার বাসস্থানের নামামুসারে ঐ লাঙ্গলের নাম “ ইয়েষ্টর প্লাউ ” হষ্টয়াছে। অন্যান্য অনেক সস্ত স্তি ভূস্বামীর নাম করিতে পারি ; তাহার সর্ব্বাংশে কৃষক নামের উপযুক্ত। উইণ্ড সরে (Windsor) রাজবাটীর অতি নিকটে டிசி আল বাট with (Albert Farm ) নামে মহারাঞ্জীর অতি উৎকৃষ্ট কৃষিক্ষেত্র আছে । তথায় অনেক দেশের ভাল उाज्ञ भङ्ग श्राप्छ। भशब्राख्छौ यथन उहे७ সরে থাকেন, তপন অনেক সময়ে তথায় যাইয়া বিশেষ তত্ত্বাবধান করেন। প্রিন্স অব ওয়েলসেরও এইরূপ এক । কৃষিক্ষেত্র আছে। অনেক কৃষিপ্রদর্শনে =