পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৪২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

। colष ०२५२ ।। == এ দেশের কৃষির উন্নতি। כS 86 রহিয়াছে, আশ্চর্য্যের বিষয় যে আমরা তাহাঁ বুঝিতে পারিতেছি না। উৎকৃষ্ট প্রণালী অবলম্বন করিয়া প্রচুর শস্য উৎপাদন করিতে পারিলে, অনেক জাতি আমাদের কৃষিজাত দ্রব্যের উপর নির্ভর করিয়া থাকিবে । দেখ, বাঙ্গালার লেঃ গবর্ণরের অধীনে প্রায় २,¢०,००० वर्श भाझेश छूभि शहैtव । भएन कद्र,हेशंद्र ७क দশমাংশ মাত্রে কৃষি হইয়া থাকে। এই দশমাংশে প্রায় ৫ কোট বিঘা ভূমি হইবে। যদি কোন প্রকারে প্রতি বিঘাম বৎসরে পূর্ব্বাপেক্ষ ২ টাকা মূল্যের অধিক শস্য জন্মে, তাহা হইলেও বৎসরে ১০২ কোটি টাকা করিয়া দেশের ধন বাড়িবে। खै९कूटे गज़ ७ फूर्शिनांत दादशत्र कबिtन्न | প্রতি বিঘায় বৎসরে ২১ টাকা, অথবা প্রতি ফসলে ১২ টাকা করিয়া অধিক শস্য উৎপন্ন হওয়া অতি সমান্য ব্যাপার। cनtभद्र शमदूक्रि श्हेtव ७है• छना कङ লোক কত সমুদ্র মন্থন করিতেছেন ; কিন্তু সম্মুখে যে কম্পতরু রচিয়াছে, কেহ একবার সে দিকে দৃকপাতও করি তেছেন না। কৃষি বিষয়ে আমাদের কেহ दिाद्राशौ माहे, zठिदन्यौ नाहे । अभूद छांख्द्रि स्रशैौन श्हेग्ना श्रांभद्रां ॐभूख् মুল্যে কৃষিজাত দ্রব্য ' বিক্রয় করিতে পারি না, এই কথা বলিবার উপায় নাই। কিন্তু তথাপি কৃষির প্রতি সাধারণের অবহেলা । | কৃষির উন্নতি করিতে হইলে এই দেশে— * । थण्डारू छबिहाप्नबहे बडड: দুই তিন শত বিঘা আয়তনের একটী নিজের কৃষিক্ষেত্র থাকা উচিত। ২। প্রেসীডেন্সী কলেজে যেমন এঞ্জিনিয়ারিং বিভাগ রহিয়াছে, বাঙ্গাল মেডিকেল স্কুল বা নর্ম্মাল স্কুলের সঙ্গে এইরূপ কৃষি বিভাগ থাকা উচিত। তাহাতে রসায়ন, উদ্ভিদ বিদ্যা, ভূতত্ত্ব, এবং কর্ম্মকার ও স্বত্রধরের কার্য্য শিক্ষা দেওয়া হইবে, এবং কৃষিবিষয়ে উপদেশ দিবার জন্য একটী লোক থাকিবে। আর উপযুক্ত লোকের অধীনে স্কুলের সম্পর্কে একটা কৃষিক্ষেত্র থাকিৰে। ছাত্রেরা স্কুলে নিয়মাবলী আর কৃষিক্ষেত্রে কৃষিপ্রণালী শিখিবে। কৃষি বিদ্যালয়ে জমিদারদিগের বিশেষ রূপ সাহায্য করা উচিত । ৩। কৃষি বিষয়ে সহজ ভাষায় ও অল্প মূল্যে এক খানি বাঙ্গালী পত্রিকা হওয়া উচিত। ৪। বাঙ্গালা পাঠশাল সমূহে অন্যান্য শিক্ষার সঙ্গে সঙ্গে কৃষক, কষ্মকারও স্বত্রধর ইহাদিগের অন্ততঃ একটী ব্যবসায়ও শিক্ষা দেওয়া উচিত। ৫। বৎসর বৎসর প্রতি জিলায় কৃষি প্রদর্শন হওয়া উচিত ও উকৃষ্ট গো মেষাদির জন্য পুরস্কার দেওয়া উচিত। শ্রীশ্রীনাথ দত্ত ॥৯ • বাবু শ্রীনাথ দত্ত প্রেসিডেন্সি কালে জের বি, এ ক্লাস পর্য্যন্ত অধ্যয়ন করিয়া তিন বৎসর কাল ইংলণ্ড ও স্কটলণ্ডে বিজ্ঞান ও শিল্পের আলোচনা করেন। o ইরি সম্প্রতি বিলাত হইতে ফিরিয়া আসি