পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৫৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র ১২৮২। ভ্রণহত্য, শিশুহত্য নিবারণের উপায় কি? ৫৪৯ পারেন” নুই। জয়সিংহের পরে আর কোন হিন্দু রাজাকে এদিকে দৃষ্টিক্ষেপ ক্টরিতে দেখা যায় না। অনন্তর ১৭৮৯ খৃ অব্দে নবরাজ ইংরাজ দিগের এ বিষয়ে যত্ন দেখিতে পাওয়া যায়। মহাত্মা লড কর্ণওয়ালিসের শাসন কালেই এই মহাপাপ নিবারণের প্রথম চেষ্টা হয়। মহাত্মা জোনাথান ডনকান এই পাপ নিবারণের প্রথম উদ্যোগী। তিনি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির অধীনে এক জন সিবিল সার্ব্বণ্ট ছিলেন। ডন কান, সাহেব ১৭৮৯ সালে বারাণসীর রেসিডেন্ট। সেই সময়েই তিনি বারাণসী প্রদেশের সমীপন্থ স্থানের রাজকুমার-নামধারী রাজপুতদিগের কন্যা হত্যার বিষয় প্রথম জানিতে পারেন। ১৭৯৪ খৃঃ অব্দে সর জন সোর আসিয়াটিক সোসাইটতে এই বিষয়ে 'একট প্রবন্ধ পাঠ করেন। — রাজকুমারদিগের কন্যা হঠ্য নিবারণের জন্য মহাত্মা ডনকান অনেক উপায় স্থির করিয়াছিলেন। তিনি রাজকুমারদিগের নিকট হইতে এরূপ একরার নাম গ্রহণ করিয়াছিলেন যে তাহারা প্রাণপণে কন্য হত্য নিধারণের চেষ্টা করিবে ।-যে ‘ব্যক্তি একটী কন্যাকে জীবিত রাখিয়া | তাহার ভরণ পোষণ করিবেন তিনি যথেষ্ট পুরস্কার পাইবেন, এইরূপ প্রস্তাব মহাত্মা ডনকানু গবর্ণর জেনেরলের নিকট করিয়া পঠাইয়াছিলেন। বড় লার্টেরও এ বিষয়ে অমত ছিল না, কিন্তু বিলাতের মহাপ্রভূরা বড় লাটের এ প্রস্তাবে সন্মত হইলেননা। কাজেই ডনকানের প্রস্তাব গৃহীত হইল না। এদিকে রাজকুমারদিগের একরারনামাও কেবল নামমাত্রাবশিষ্ট হইল এবং আপাততঃ মহাত্মা ডনকানের চেষ্টা বিফল হইল । ডনকান, বঙ্গদেশে বিলপ্রযত্ব হইলেন | বটে কিন্তু তাহার চেষ্টা এই সঙ্গে সঙ্গেই শেষ হইল না। কিছু দিন পরেই তিনি বম্বের গবর্ণর হইলেন । এই পদে থাকিয়া তিনি বরোদা প্রভৃতি স্থানের কন্যাহত্যা নিবারণের বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। বরোদার দুইজন রেসিডেন্ট ওয়াকর ও কার্ণাক তাহার বিশেষ সাহায্য করিয়াছিলেন। ১৮১১ খ, অব্দে কণ্যাহত্য অপরাধে নয়ানগরের রাজার ৫০০০ টাকা জরিমান হইল। এই মহাপাপ নিবারণের চেষ্টাও যথেষ্ট হইল, কিন্তু আশামুরূপ ফল হইল না। অপরাধ গবর্ণ মেন্টের—তত্ত্বাবধানের শিথিলতাই সেই অপরাধের মূল। রাজপুতানার কণ্যাহত্য বিষয় ১৮২১ সালে মহাত্মা সার জন মাল, কলম, প্রথমে গবর্ণমেণ্টকে, জানান। র্তাহার ১৫ বৎসর পরে উইলকিনসন । সাহেব এই মহাপাপ নিবারণের বিশেষ চেষ্টা করেন। ইহারই সময়ে এই বিষয়ে । প্রথম আইন হয় -কণ্যা বিবাহে অতি রিক্ত পণ দিতে হয় বলিয়াই রাজপুতেরা কন্যাহত্যা করিয়া থাকে সে বিষয়ে আর । কিছুমাত্র সন্দেহ নাই। রাজপুতের অনেক সময়ে স্বমুখেই তাছা ব্যক্ত করি| tag –“Pay our Daughters =--l.