পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 অবাকপুরদর্শন। যাইবার মানসে নৌকা ছাড়াতে নৌকার বেগ সম্বরণ করিতে অসমর্থ হওয়ায় একেবারে পর্বতোপরি নিক্ষিপ্ত হইলাম । তাহতেই আমাদের অনেকেই বিনষ্ট হইল, কেবল আমরা ছয় জন রক্ষা পাইয়া অপর এক তরিতে উঠিয়া সেখান হইতে পলাইবার চেষ্টা পাইলাম । আমরা আপনাদের ক্ষমতানু্যায়ী প্রায় বার ক্রোশ হাল বাছিয়া গিয়া অবশেষে ক্লান্ত হইরা পড়িলাম। তখন ঈশ্বরের কৃপার উপর নির্ভর করিয়া বসিয়া রছিলাম। অৰ্দ্ধ ঘণ্টা পরে উত্তর দিক হইতে হটাৎ এক প্রবল ঝটিকা আসিয়া নৌকা উলটাইয়া ফেলিল । আমার সঙ্গীগণের যে কি দশা হইল তাহা জানিতে পারিলাম না ; কিন্তু মনে মনে স্থির করিলাম যে তাহার সকলেই মৃত্যুঞ্জাসে পতিত হইয়াছে। আমি ভাগ্যের উপর নির্ভর করিয়া সম্ভবণ করিতে অরম্ভ করিলাম । ঝটিকোৎক্ষিপ্ত তরঙ্গ দ্বারা কখন বা উৰ্দ্ধে কখন বা অধঃ ক্ষিপ্ত হুইতেছি ; এবং মধ্যে মধ্যে কখন কখন দাড়াইবার নিমিত্ত পা বুলাইরা দিতেছি । কিন্তু সমুদ্র অতলস্পশ কোন মতেই মাটিতে পা ঠেকিল না । কিন্তু যখন একেবারেই সন্তরণে অক্ষম হইয়া পড়িলাম তখনু আমার পদদ্বয়ে মৃত্তিকা স্পর্শ হইল । দণ্ডায়মাণ হইয়া দেখিলাম যে ঝটিকা অনেক থামিয়। গিয়াছে । তখন আমি জল ভাঙ্গিয়া চলিতে চলিতে প্রায় অৰ্দ্ধ ক্রোশ