পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8岑 অবাকৃপুরদর্শন। আমাদের স্বৰ্গরাজ্যে পাওয়া গিয়াছে তাহকে এই আদেশ করিতেছেন, যে র্তাহাকে নিম্ন লিখিত নিয়ম মতে, সপথ করতঃ কার্য্য করিতে হুইবে । প্রথমতঃ । নরপর্বত আমার বিনানুমতিতে আমার রাজ্য হইতে চলিয়া যাইতে পরিবে না । দ্বিতীয়তঃ —যে ঐ নরপর্বত আমার হুকুম ব্যতিরেকে রাজধানীর ভিতর আসিতে পরিবে না । নগর মধ্যে যাইবার হুকুম পাইবার দুই ঘণ্টা পূর্ব্বে নগর বাসীদের সম্বাদ দেওয়া যাইবে, যে তাহারা আপন অলপন গৃহের ভিতর অর্গলবদ্ধ হইয়া থাকে । তৃতীয়তঃ।—যে ঐ উপরোক্ত নরপর্বত নগরের কেবল বড় বড় রাস্তায় বেড়াইতে পারবে, শস্যক্ষেত্রের উপর বেড়াইতে কিম্বা শয়ন করিতে পরিবে না । চতুর্থতঃ ।—নরপর্বত যখন রাস্তার বেড়াইবে, আমার কোন প্রজাকে কিম্বা তাহাদের গাড়ী ঘোড়াকে মাড়াইতে পরিবে না, কিম্বা কোন প্রজাকে, তাহার বিনানুমতিতে, হস্তোপরি তুলিতে পরিবে না । পঞ্চমতঃ —যদি কোন আবশ্যকীয় পত্রাদি দূরদেশে পাঠাইতে হয়, তাছা হইলে ঐ নরপর্বত ঘোটক সমেত মুক্তখে পকেটে করিয়া লইয়া বাইবে ; ও আবশ্যক মতে পুনরায় ফিরাইয়। আনিয়া রাজসমক্ষে উপস্থিত করিয়া দিৰে ।