পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অধ্যায় । ২৯ ভ্যাগ কৰুন। বামভাগে ও ঐরূপ আর একটি যন্ত্র ছিল। দক্ষিণ ভাগের ক্ষুদ্রতর পকেটে কতকগুলি শ্বেতবর্ণ ও কতকগুলি পীতবর্ণ চক্রাকৃতি পদার্থ ছিল । পদার্থগুলি রৌপ্য ও স্বর্ণ বলিয়া বোধ হইল। উছাদের ছোট, বড় প্রভৃতি ভিন্ন ভিন্ন গঠন । ঐ সকল বস্তু এত বৃহৎ ও ভারী যে আমরা দুই জনে একত্রিত হইয়াও উহার একটি তুলিতে পারিলাম না। বাম পকেটে দুইটি পরিস্কার কাল থাম ছিল । আমরা পকেটের তলায় থাকাতে উহাদের উপর উঠিভে পারিলাম না। ঐ দুইটি পদার্থের মধ্যে একটির মস্তকে শ্বেতবর্ণ গোলাকৃতি একটি বৃহৎ বস্তু সংলগ্ন । বস্তুটি আমাদের মস্তকের দ্বিগুণ বৃহৎ । প্রত্যে কের ভিতর এক খানি করিয়া প্রকাও লৌহের ফল ছিল । ফল। দুইটির কিঞ্চিৎ কিঞ্চিৎ বাছির হইয়াছিল। আমরা র্তাহাকে ঐ ফলা দুইটি খুলিয়া দেখাইতে বলিলাম । তিনি খুলিয়া দেখাইলেন, ও কছিলেন, আমাদের দেশে আমরা ইহার একটা দ্বারা ক্ষেরকার্য্য নির্বাহু করি ও অপরটির দ্বারা ভোজন সময়ে মাংস কাটিয়া থাকি । সকল পকেটই অন্বেষণ করা হইয়াছে, কেবল দুইটি পকেট আমরা অন্বেষণ করিতে পারিলাম না। উছাৱ মধ্যে একটি হইতে একটা অতি বৃহৎ রৌপ্য শৃঙ্খল নির্গত হইয়া উহার উদরের উপর বুলিতেছে। শৃঙ্খলের এক ধারে, এক অত্যাশ্চর্য্য যন্ত্র ঝুলিতে ছিল ; অপর ধারে