পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। \○○を এবিষয়ে বিলক্ষণ পারদর্শী ছিলেন । র্তাহারা সুত্রের উপর নানাবিধ আশ্চর্য্য ক্রীড়া করিতে লাগিলেন । আমার বন্ধু রাজার একজন প্রধান কর্ম্মচারী ; তিনি এবিষয়ে বিলক্ষণ পারদর্শী ছিলেন । ইহাতে কেহ কেহ রজ্জ হইতে পতিত হওয়াতে সাংঘাতিক আঘাত প্রাপ্ত হইলেন । আমি ২৩ জনের হস্ত পদাদি ভঙ্গ হইতে দেখিলাম । প্রধান প্রধান রাজকর্ম্মচারীদের আরও অধিক বিপদ হইতে, লাগিল । তাহারা পরসপর পরস্পরকে পরাজয় করিবার জন্য চেষ্টা করাতে অনেকেই বারম্বার ভূতলে পতিত হইতে লাগিলেন । আর একপ্রকার ক্রীড়া আছে তাহা কেবল রাজা এবং রাণীর সম্মুখে প্রদর্শিত হইত, কোন কোন সময়ে মন্ত্রীর সমক্ষে ও প্রদর্শিত হইত। ক্রীড়া সময়ে রাজা টেবিলের উপর তিনটি সুন্দর রেশমের সুত্র রাখিতেন ; প্রত্যেকটি আট অঙ্গুলি করিয়া লম্বা, তাহার মধ্যে একটি নীল বর্ণের, একটি রক্ত বর্ণের ও তৃতীয়টি হরিৎ বর্ণের। র্যাহারা ক্রীড়াতে জয়ী হইতেন, স্থত্র সকল তাহাদিগকে পুরস্কার স্বরূপে প্রদত্ত হইত। রাজার প্রধান সভাগৃহে ঐ ক্রীড়া প্রদর্শিত হইত। ক্রীড়াটুি বড় আশ্চর্য্য প্রকারের । রাজা দুই হস্তে, একগাছি ছড়ির দুই ধার ধরিয়া থাকিতেন এবং ক্রীড়াকারীরা দৌড়াইয়া আসিয়া কখন বা ছড়িটি উল্লঙ্ঘন করিত্ব, কখন বা ছড়িটির নিম্ন