পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় । ७१ ন্যায় চতুষ্কোন করিয়া মাটিতে পুতিলাম ও আর চারিটি লইরা চতুর্দ্দিকে আড়া আড়ি করিয়া বন্ধন করিলাম । তাহার পর আমার ব্রুমাল খানি লইয়া পূর্ব্বোক্ত নয় গাছি ছড়ির উপর টান টান করিষা বন্ধন করিলাম। আড়াআড়ি চারি গাছি ছড়ি ৰুমাল হইতে ছয় অঙ্গুলি উপরে রছিল । গৃহটি এরূপ হইল, যে ৰুমালের উপর তাহদের কেছ উঠিলে পড়িয়া যাইতে পারে না । ক্রীড়া গৃহ নির্ম্মাণ হইলে পর আমি রাজাকে কহিলাম, যে তিনি র্তাহার উত্তম এক দল অশ্বারোহী সৈন্য আমার নিকট পাঠাইয়া দেন । রাজা ২৪ জন অশ্বারোহী যোদ্ধা পুৰুষ পাঠাইলেন । আমি তাছাদের একটি একটি করিয়া ৰুমালের উপর ছাড়িয়া দিলাম। তাহারা সকলেই যুদ্ধের বেশ ও অস্ত্রাদি ধারণ করিয়াছিল । ৰুমালের উপর উঠিবামাত্র তাছারা দুই দলে বিভক্ত হইল ও ক্রীড়াযুদ্ধ আরম্ভ করিল । কেহ কেহ ভোভা তীর নিক্ষেপ করিতে লাগিল, কেহ কেহ তরবারি ক্রীড়া দেখাইতে লাগিল। এইরূপে পলt রন, অনুধাবন, আক্রমণ, বিশ্রাম প্রভৃতি সমুদয় যুদ্ধকার্য্য হইতে লাগিল। যাছাহউক, তাছার উত্তম যুদ্ধকৌশল দেখাইয়াছিল। রাজা ইহাতে এতদূর সন্তোষ লাভ করিয়া ছিলেন যে তিনি আরও ৫ । ৭ দিন এই ক্রীড়া করিজে আদেশ দিয়াছিলেন, এবং এক দিবস স্বয়ং সজ্জিত হইয়া আমার সাহায্যে ৰুমালোপরি আরোহণ করতঃ সৈন্যাথ্য 8