পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অধ্যায় । > Ꮔ দেখিতেছিলেন । আমি শুনিয়াছিলাম, যে আমার আগমন সংবাদ শুনিয়া নগর হইতে প্রায় এক লক্ষ কিম্বা ভদপেক্ষা অধিক লোক আমার মূর্ত্তি দেখিতে আসিয়াছিল। রক্ষকগণ ব্যতীত কোন কোন সময়ে প্রায় দশ হাজার মনুষ্য আমার দেহের উপর সোপান দ্বার। উঠিতে লাগিল । আমার কিঞ্চিৎ ভারও বোধ হইল না। কিন্তু শীঘ্রই এক রাজাজ্ঞা প্রকাশ হইল, যে আমার উপর আর কেহই উঠিতে পারিবে না। পাছে আমার মৃত্যু হয় এই আশস্কাতেই এই আদেশ হইয়াছিল । যখন রক্ষকেরা দেখিল যে আমি শৃঙ্খল ছিড়িয়া পালাইতে পারিব না তখন তাছার আমার বন্ধনরজজু কাটিয়া দিল। রজুবন্ধন মুক্ত হইবা মাত্র আমি অত্যন্ত দুর্দশাপন্ন হইয়া দাড়াইলাম। এরূপ দুর্দ্দশা আমার জীবনে অীর কখন ছন্ন নাই। আমাকে উঠিতে ও কিঞ্চিৎ চলিতে দেখিয়া তাছারা যে কতদূর আশ্চর্য্যাম্বিত হইয়াছিল তাহ। বর্ণনাতীত। তাছারা আনন্দে চীৎকার ধ্বনি করিতে লাগিল। যে শৃঙ্খল দ্বারা আমার বাম পদ বদ্ধ ছিল তাহা প্রায় চারি হস্ত লম্বা। ইহাতে যে কেবল আমি অৰ্দ্ধচক্রণকারে চলিতে পারিতাম তাহা নহে, স্বারের অতি সক্ষিকটে শৃঙ্খলকিল নিছিত থাকাতে আমি গুঁড়ি মারিয়া মন্দিরের ভিতরও যাইতে পারতাম , এবং তথায় থেচ্ছামত্ত্বে শয়নে সক্ষম ছিলাম ।