পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়। 8૭ ষষ্ঠতঃ –যে ঐ নরপর্বত যুদ্ধসময়ে আমাদের সাহাষ্য করিবে, এবং আপাততঃ আমাদের আক্রমণার্থ যে যে শত্রুরা প্রস্তুত হইয়া আছে, তাছাদের সৈন্য সামন্ত নষ্ট করিবার যথাসাধ্য চেষ্টা করিবে । সপ্তমতঃ —যে ঐ পূর্ব্বোক্ত নরপর্ব্বত রাজবাটী নির্ম্মাণার্থে প্রস্তর তুলিয়া দিয়া, কর্ম্মকারীর সাহায্য করিবে । অষ্টমতঃ –যে ঐ নরপর্ব্বত এক মাসের মধ্যে, আমার রাজ্যের আয়তন প্রকৃতরূপে পরিমাণ করিয়া, আমাকে অগনিয়া দিবে। সর্ব্বশেষে এই বলা যাইতেছে, যে ঐ নরপর্বত সপথ করিয়া উপরোক্ত নিয়মাবলিতে সম্মত হইলে পর, তিনি প্রতিদিন ১৭২ মনুষ্যের উপযুক্ত थiात्प्रक् द; ॐfiॐ श्रेंटदन। ইতি । তা— জামি পরম সন্তোষের সছিত সপথ পূর্বক ঐ পত্রে স্বাক্ষর করিলাম। স্বাক্ষর করিবণমাত্র আমি বন্ধন হইতে মুক্ত হইলাম ।