পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> R অবাকপুরীদর্শন। বুঝাইয়া দিলাম, যে আমি বন্ধনমুক্ত হইতে চাছি। রাজ পুৰুষ মস্তক নাড়িলেন, তাহাতে বোধ হইল ষে তিনি আমার অভিপ্রায় বুঝিতে পারিয়াছেন । তিনি প্রকাশ করিলেন যে আমি বন্দীভাবে নীত হুইব ; কিন্তু তথায় উত্তম খাদ্য দ্রব্য প্রচুর পরিমাণে প্রাপ্ত হইব ও উত্তম রূপে ব্যবহৃত হইব । আমি পুনর্ব্বার বন্ধন ছিড়িতেইচ্ছ। করিলাম; কিন্তু তাহীদের সংখ্যা বৃদ্ধি দেখিয়া ও তীরের জ্বালা স্মরণ করিয়া আর সাহস হুইল না । ভখন তাহদের সঙ্কেত দ্বারা ব্যক্ত করিলাম যে তাহারা আমাকে লইয়া যাহা ইচ্ছ। তাছাই করিতে পারে । ইহা বুঝিরা ঐ রাজা এবং তাছার অনুচরেরা পরম সন্তোষের সহিত ফিরিয়া গেল । পরক্ষণেই তাছারা বহুসংখ্যক অগসিয়া আমার বাম পার্থের বন্ধন শিথিল করিয়া দিল । আমি দক্ষিণ পাশ্বে ফিরিতে পারিলাম এবং প্রস্রাব ত্যাগ করিয়া শরীর সচ্ছন্দ করিলাম। আমার প্রস্রাবের বেগে পতন ও আধিক্য দেখিয়া তাহারা চমৎকৃত হইল। ইতি পূর্বে তাহার। আমার সর্বাঙ্গে এক প্রকার প্রলেপ লেপন করিয়ু দিয়াছিল, তাছাতে আমার ভারীঘাতের বেদন একেবারে দূর হইল। প্রস্রাব ত্যাগান্তে শরীর মুস্থ হওয়াতে আমি পুনরায় নিদ্রিত হইলাম। পরে লোকমুখে শুনিলাম যে আমি আট ঘণ্টা নিদ্রিত ছিলাম ।