পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম অধ্যায় । Q(ど যখন আমি খালের মধ্যস্থল দিয়া আসিতেছিলাম তখন কেবল আমার মস্তকটা জলের উপর ছিল, সর্ব্বশরীর জলের ভিতর ছিল । সম্রাট ও তাছার সঙ্গীগণ আগমণকে না দেখিতে পাইয়া বিবেচনা করিলেন যে অণমি জলমগ্ন হুইয়াছি ; শত্রুদিগের যুদ্ধপোত সকল সন্ধির নিমিত্ত আসিতেছে। কিন্তু তাছাদের সে আশঙ্কা দূর হইল ; আমাকে জাহাজ সহিত কুল আসিতে দেখিয়া র্তাহারা পরম আহলাদিত হইলেন। কুল পাইবামাত্র আমি “আমাদের সমৃদ্ধশালী সম্রাট দীর্ঘজীবী হউমৃ” বলিয়া উচ্চৈঃস্বরে চীৎকার করিলাম। সম্রাট আমাকে মছা সমাদরে ও প্রশংসার সহিত অভ্যর্থনা করিলেন ও ভদেশীয় প্রধান সম্মান সুচক উপাধি দিলেন । রাজা ইচ্ছা করিলেন, যে আমি অন্য কোন উপায় অবলম্বন করিয়া শক্রদিগের অবশিষ্ট জাহাজ সকল রাজবন্দরে লইয়া আসিব । রাজ এতদূর আশা করিতে লাগিলেন, যে তিনি বলভদ্র রাজ্য হস্তগত করিয়া সার্ব্বভৌম সমুটি হইবেন ও তাহাদের বলপূর্বক ডিম্বের ছোট দিক কাটাইবেন । আমি তাছার ইচ্ছায় সম্মত হুইলাম না। অনেক প্রকার রাজনীতি ও ন্যায় দর্শণইয়া বলিলাম, যে আমি স্বাধীন লোকদিগকে দাসত্বে আনিবার হেতু হইতে পারিব না । যখন রাজসভায় এবিষয় লইয়া বিচার চলিতে ছিল তখন সভাস্থ প্রধান প্রধান লোক ও রাজমন্ত্রীগণ