পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ অধ্যায়। ッ> হেতু এই যে তাছাদের দৃঢ় বিশ্বাস, যে ৪৫৮ বৎসর ৪ মাস পরে তাহারা পুনরায় সকলে গোর হইতে উঠিবে। তাছাদের মতে পৃথিবী চেপ্টা ও সমভূমী ; যখন পুনরায় সকলে উঠিবে তখন পৃথিবী উলটাইয়া যাইবে, সুতরাং তখন তাহার' পদদ্বয়ের উপর ভর দিয়া ঠিক দাড়াইয়া উঠিবে। তদেশীয় বিদ্বানেরা, এ মত, অসম্ভব বোধে বিশ্বাস করেন না ; কিন্তু গোর দিবার এরূপ প্রথা বহুকণলাবধি প্রচলিত হইয়া আসিতেছে । " এই রাজ্যের শাসন প্রণালী বড় আশ্চর্য্য প্রকারের ; কোন দেশের ব্যবস্থার সহিত মিল হয় না। রাজ্যসম্বন্ধে দোষী ব্যক্তি কঠিন দণ্ড প্রাপ্ত হয় ; কিন্তু যদি সে ব্যক্তি কোন উপায়ে আপনার নির্দোষিত স্পষ্ট প্রমাণ করিতে পারে, তাহা হইলে যে র্যক্তি তাছার উপর দোষারোপ · করিয়াছিল তাছার তৎক্ষণাৎ প্রাণ দণ্ড হয়। কেবল যে প্রাণদও হয় তাহা নছে, তাছার স্থাবর, অস্থাবর যাহা কিছু ধনসম্পত্তি থাকে তাছা হইতে নির্দোষী ব্যক্তি তাছার অপমান ও কষ্টের জন্য চতুগুণ অর্থ প্রাপ্ত হয়। যদি তদুপযোগী ধন না থাকে তাহা হইলে রাজভাণ্ডার হইতে নির্দোষীর ক্ষতিপূরণ করা হয়। তখন সমাট রাজ্যমধ্যে তাছার নির্দোষিতার বিষয় প্রচার করিয়া দেন ও র্তাহার অনুগ্রন্থের বিশেষ চিহ্ন স্বরূপ তাহাকে কোন উপাধি প্রদান করেন ৷ তদেশীয় লোকের চুরি অপেক্ষা জুয়া \No)