পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবাকৃপুরদর্শন । در ۹ তিন দিন পরে, আপনার বন্ধু রাজার প্রধান মন্ত্রী অগসিয়া আপনাকে আপনার অপরাধ ও শাস্তির বিষয় সকল শ্রবণ করাইবেন ও কহিবেন, যে রাজার অদ্ভুত দয়াগুণে আপনি অধিক দণ্ড হইতে নিস্কৃতি পাইলেন, কেবল চক্ষুদ্বয় উৎপাটনের দণ্ডবিধি হইল। আহার কমাইবার বিষয় গুপ্ত রাখিবণর অজ্ঞা হওয়াতে তাহা আপনাকে জনাইবেন না ; আর কহিবেন যে আপনি অবশ্য এই রাজদও কৃতজ্ঞতার সহিত সহ্য করবেন। আপনার চক্ষু উৎপাটন সময়ে আপনি শয়ন করিয়া থাকিবেন এবং কতকগুলি লোক চক্ষুর উপর তীর বর্ষণ করিবে ; ২০ জন রাজ চিকিৎসক তথায় উপস্থিভু থাকিবে । আমি আপনাকে সমুদয় বিষয় গুপ্তভাবে কহিলাম আপনি আপনার বুদ্ধিবলে যাহাতে এরূপ শাস্তি হইতে নিস্কৃতি পান তাহাই করিবেন, আমি আর আপনাকে কি উপায় কহিব । এক্ষণে আমি যেমন গুপ্তভাবে আসিয়াছি সেইরূপেই গৃহে চলিলাম।” ভিনি চলিয়াগেলেন এবং আমি একাকী বসিয়া ভাবিতে লাগিলাম। এ আবার কি দণ্ড । উঃ! চক্ষু উৎপাটন ! কি ভয়ানক দণ্ড । আমি পরে শুনিলাম যে এরূপ দণ্ডের প্রথা পূর্বে এখানে প্রচলিত ছিল না, কেবল বর্ত্তমান রাজা প্রচারিত করিয়াছেন । শুনিলাম যে আমার •এরূপ দণ্ডবিধান করিয়া সম্রাট তাছার নিজের দয়াগুণ