পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q 8 অবাকৃপুরদর্শন। দিলাম। তাছারা আমার উপর অনবরত তীরবর্ষণ করিতে লাগিল ; আমি কিছুই গ্রাহ্য করিলাম না। চক্ষু নষ্ট হইবার আশঙ্কায় চসমা খানি দৃঢ়ৰূপে নাসিকার উপর বসাইয়া দিলাম। তাছার পর তাছাদের নগরের রজ্জগুলি একটা একটা করিয়া সব কাটিয়া দিলাম। পুনরায় জাহাজের সম্মুখে আসিয়া, হুকের দড়ি গুলির অগ্রভাগ সকল একত্রে বন্ধন করিয়া, সচ্ছন্দে ৫০ খানি জাহাজ টানিয়া অগনিতে লাগিলাম । বলভদ্রায়েরা আমি কি করিব কিছুই বুঝিতে না পারিয়া অবাক হইয়াছিল। প্রথমে তাছার বিবেচনা করিয়াছিল যে আমি নজর কাটিয়া তাহদের ছাড়িয়া দিব । কিন্তু যখন তাছারা দেখিল যে আমি জাহাজ সকল রজ্জ দ্বারা বন্ধন করিয়া লইয়া যাইতেছি তখন ভাছারা জীবনাশায় নৈরাশ হইয়া ভয়েতে এরূপ চীৎকার করিয়া উঠিল, যে বাক্যের দ্বারা তাছা বর্ণনা করা যায় না । যখন আমি মাটি পাইলাম তখন ঐ মলম, যাছ”a বিষয় পূর্বেই কথিত হইয়াছে, তাছা লইয়া ক্ষত স্থাur রগড়াইয়া দিলাম । তাহার পর চসমা খুলিয়া ফেলিলাম ও এক ঘণ্টাকাল ভাটার জন্য অপেক্ষার পর নিরাপদে অবাকৃপুরীর রাজবন্দরে আসিয়া উপস্থিত হইল৮ সম্রাট ও তাছার সভাসদগণ সকলেই আমার অপে, উপকুলে দাড়াইয়াছিলেন ।