পাতা:অপূর্ব্ব দেশভ্রমণ - প্রথম ভাগ.pdf/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়! 8Q লোক পৃথিবীর আর কোন নগরে নাই । নগরটি ঠিক সমচতুষ্কোন। প্রাচীরটির প্রত্যেক দিক ২৩৫ হস্ত লম্বা ; এবং উহার ভিতর দুইটি বড় রাস্ত। উহাকে সমান চারিভাগে বিভক্ত করিয়াছে। নগরটিতে প্রায় ৫ লক্ষ লোক বাস করিতে পারে। গৃহগুলি ত্রিতল ও পঞ্চভল । রাজবাট ঠিক নগর মধ্যবর্ত্তা । তথার দুইটি বড় রাস্তা মিলিত হইয়াছে । বাটটির চতুর্দিকে, দেড় হস্ত পরিমিত উচ্চ প্রাচীর । প্রাচীরটি রাজগৃহ হইতে প্রায় ১২ হস্ত অন্তরে । আমি রাজাজ্ঞা পাইয়া সহজেই প্রাচীর উল্লঙ্ঘন করিয়া ভিতরে গেলাম। দেখিলাম যে রাজবাটীর সম্মু খস্থ চত্বারভূমি প্রায় ৬৪ বর্গ হস্ত । আমার গৃহের ভিতর প্রবেশ করিবার ইচ্ছা ছইল ; কিন্তু দেখিলাম যে তোরণ দ্বার অৰ্দ্ধ হস্ত উচ্চ ও প্রস্থে ৮ অঙ্গুলি । কোন মতেই প্রবেশ করিতে পারিলাম না। রাজগৃহ, উৰ্দ্ধে সাড়ে তিন হস্ত । আমি তাহার উপর উঠিতে পারিভাম, কিন্তু উঠিতে যাইলে ঐ প্রস্তর নির্ম্মিত গৃহ, একেবারেই ভগ্ন হইয়া যাইবে বলিয়া, উঠিলাম না । রাজার ইচ্ছ ছইল, যে রাজগৃহ কিরূপ সুন্দরব্রুপে সজ্জিত তাহা আমাকে দেখান । আমি তিন দিবসের মধ্যে অরণ্যের বৃক্ষ ইতে দুইটি, দুই হস্ত করিয়া উচ্চ, টুল নির্মাণ করিলাম । তিন দিবস পরে আমি পুনরায় নগরমধ্যে প্রবেশ করতঃ রাজগৃহের প্রাচীর উল্লঙ্ঘন করিয়া একটি টুল সম্রা