পাতা:আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস.pdf/২০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sάιν আমার বোম্বাই প্রবাস এরূপ মিলন আর কখনও শুনা যায় নাই। রামবারের পুত্রশোক ঘটনায় আলি বিজয়নগরের রাজার সহিত সাক্ষাৎ করিতে যান । বিজয়নগবের রাজ ও রাণী অলিকে " পুত্ররূপে বরণ করেন। আহমদনগরের সহিত আলির যখন যুদ্ধ হয়, তখন রামরায় বিজাপুর সুলতানের সহায়তা করেন। হিন্দুদের গুমর বাড়িয়া উঠিল। যুদ্ধাবসানের পর রামরায় অহঙ্কারে স্ফীত হইয় যবনরাজ্য তৃণবৎ দেখিতে লাগিলেন—মনে করিলেন ভারতে আমার সমান রাজ আর নাই। মুসলমানদের উপর দৌরাত্মা আরম্ভ করিলেন। মসজিদে ঘোড়ার আস্তাবল, তাহদের ধর্ম্মের অপমান। তখন মুলতানের চটিয়া উঠিয়া প্রগল্‌ভ হিন্দুরাজাকে দমন করিতে কটিবদ্ধ হইলেন। র্তাহার পরম্পর বিবাদ বিসম্বাদ বিসর্জন দিয়া বিদুর ও আহমদনগর, বিজাপুর ও গোলকুণ্ডা—এই চতুঃস্থলতান বিজাপুরে আসিয়া একত্র হইলেন । তথা হইতে চারি সুলতান বিজয়নগরের উপর হল্লা করিতে কৃষ্ণানদী পার হইলেন । নদীতীরে আসিয়া দেখেন রামরয়ের সৈন্তদল পরপারে সম্মিলিত । নদীর ঘাট সুরক্ষিত, পারাপার বন্ধ। সুলতানের এক ফন্দী করিলেন। র্তাহারা নদীর কিনার দিয়া কতকদুর চলিয়া গেলেন, যেন পার হইবার অপর স্থান অন্বেষণ করিতেছেন। তদর্শনে রামরায়ের সেনাপতি স্বস্থান ছাড়িয়া পরপারে শক্রর সঙ্গে সঙ্গে যাত্রা করিতে লাগিলেন। তিন দিন এইরূপ চলিল। তৃতীয় রাত্রে সুলতানের সত্বর প্রত্যাবর্ত্তনপূর্ব্বক পূর্ব্বস্থানে আসিয়া নির্ব্বিঘ্নে নদী পার হইলেন। পর দিন সন্ধ্যার সময় মুসলমানের রামরায়ের সৈন্তের পাচ ক্রোশ দূরে আসিয়া বিশ্রাম করিল। প্রভাতে দুই প্রতিদ্বন্দ্বী দল পরস্পর সম্মুখীন হইল। উভয়েই বন্দুক কামান ও নানা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত । হিন্দুরা মহারোখে আক্রমণ করিয়া মুসলমান সৈন্তের বাহুদ্বয় ভাঙ্গিয় ফেলিল কিন্তু মধ্যভাগ অটল। মধ্যভাগের নেতা আহমদনগবের দিওয়ানা মুলতান হুসেন নিজাম সা শীঘ্রই রামরায়ের সৈন্যদলের উপর আসিয়া পড়িলেন। তাহার সঙ্গে যে কামান ছিল তাহাতে পয়সা পুরিয়া হিন্দুদের উপর বর্ষণ করিতে লাগিলেন—সেই মারাত্মক অর্থপাতে হিন্দুসৈন্তের মধ্যে মহা অনর্থপতি ঘটিল। ক্রমে হিন্দুগণ অবসন্ন হইয় পড়িল। রামরায় তাহার পালকীতে উঠিয়া বেহারাদের দুরে যাইতে আদেশ করিলেন । বেছরগণ খানিক দুরে গিয়া পালকী রাথিয়া পলায়ন করিল । রামরায় জম্বারোহণে পলায়নোস্থত, এমন সময়ে ধৃত হইয়া হুসেন সার সমক্ষে আনীত হইলেন। হলেন সা প্তাহার 'দিওয়ান' পদবীর উপযুক্তরূপ কার্যকরতঃ মুগুচ্ছেদের হুকুম দিলেন— গুংগনাং সে অজ্ঞ। পালিত হইল। সুলতানের অনুচরেরা রামরায়ের ছিন্নমুণ্ড বর্ষাবিদ্ধ করিয়া গৈল্পের সম্মুখে তুলিয়া ধরিল রাজার এই দশা দেখিয়া হতাশ্বাসে পলায়ন