পাতা:আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস.pdf/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার বোম্বাই প্রবাস રહ છે প্রচ্ছন্ন ‘বাঘনথ’ ছিল, তাহার আঘাতে নবাবের উদর বিদীর্ণ হইল। বাঘনখে যাহা হইবার বাকী ছিল ভবানী খঙ্গে তাহ শেষ করিয়া ফেলিলেন। • এদিকে পূর্ব্বসঙ্কেত অনুসারে ভেপু বাজিয়া উঠিল। কামানের শব্দে পাচবার দিগৃদিগন্ত ধ্বনিত হুইল। নীচে মুসলমান সেনা অপ্রস্তুত ভাবে ছিল, শিবাজীর মাওলীর চারিদিক হইতে তাঙ্গদের উপর গিয়া পড়িল। প্রত্যুষে ১৫০০ অশ্বারোহী সেনা সদৰ্পে কুচ করিয়া পাহাড়ের নীচে অসিয়া বিশ্রাম করিয়াছিল, তাহদের মধ্যে সেই দুর্দশার কাহিনী বলিবার জন্ত ষে ফিরিয়া যাইবে এমন অল্প লোকই অবশিষ্ট রহিল । এই জয়লাভে শিবাজী সৌভাগ্য-সোপানে আর এক ধাপ উচ্চে উঠিলেন । তাহার যশোরব চতুর্দিকে প্রসারিত হইল। শিবাজী এই জয়লাভের পর নিদ্রিত রছিলেন না। গিরিদুর্গ সকল হস্তগত কর। তাহার যে সাধ তাহ অবাধে মিটাইতে পারিলেন। আফজুল খার পতনের পর পন্থালার দক্ষিণ কৃষ্ণানদী তীরবর্তী প্রদেশসমূহ শিবাজী রাজ্যসাং করিয়া লন। বিজাপুর হইতে দ্বিতীয়বার যে সৈন্যদল প্রেরিত হইল তাহাও পরাস্ত হইল । তৃতীয় যুদ্ধে শিবাজী বড় বিপদে পড়িয়াছিলেন। তখন তিনি সৈন্যসামন্ত লইয়া পন্থালী দুর্গে অবস্থিতি করিতেছিলেন। বিজাপুরের প্রবল সৈন্ত সেই দুর্গ আক্রমণ করিল—পলায়ন ভিন্ন রক্ষা নাই। শিবাজী কৌশলক্রমে শক্রহস্ত এড়াইয়৷ রঙ্গাণায় সরিয়া পড়িলেন। বিজাপুব সৈন্ত র্তাহাকে ধরিতে র্তাহার পশ্চাদুগামী হইল । সেই সঙ্কটে সেনানী বাজি প্রভু এক সহস্র মাওলী লইয়৷ আগম নিগমের পার্ব্বত্য সুড়ী পথ আগলাষ্টয়া রহিলেন। নয় ঘণ্টা কাল তিনি সেইখানে দাড়াইয়া শত্রুপক্ষকে প্রতিরোধ করিতে লাগিলেন, তাহার তৃতীয়াংশ সেনা মারা পড়িল তবুও তিনি অটল । অবশেষে তোপধ্বনিতে রঙ্গাণায় শিবাজীর নির্ব্বিঘ্নে পৌছিবার সংবাদ পাইয়া নিরস্ত হইলেন । কিছু পরে তিনি নিজেও আহত হইয়া সহস্তে বদনে প্রাণত্যাগ করেন। বাজি প্রভুর এই বীরত্বকাহিনী প্রাচীন গ্রীসের Thermopyla রক্ষণের সহিত তুলনা করা যাইতে পাৰে । রঙ্গাণা পথের এই দুর্গম স্থান মারাঠা সমরের (Thermopyla) থর্ম্মাপিলি । S BBBB BDD D DDDSBBB BB BBB gBBB BBBS BB BBBBD DDD BB উভয় পক্ষেরই মনে মনে দুরভিসন্ধি ছিল-কে কাহাকে ধরিতে পারে উভয়েরই এই মনোভাব । কেহ কেহ বলেন শিবাজীর উপর নবাবেরই প্রথম আক্রমণ--শিবাজীর আত্মরক্ষার্থে নবাবকে মারিতে হইল । BB BBBBS BBBB B BBBBB BBBB BBBB BBBtSgg BBD BBB BBBB BBDD সমূলক বলিয়া অনুমান হয় । ミ*