পাতা:আমার বাল্যকথা ও আমার বোম্বাই প্রবাস.pdf/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રેહઠ আমার বোম্বাই প্রবাস ধরেন। প্রেম পূর্ণমাত্রার, প্রেমের আহানে সার দেয়। এই যে প্রচ্ছন্ন ভালবাস এক মুহূর্বেই জলিয় উঠতে প্রস্তুত, ইহা স্বযুপ্ত মনের কোন গভীর প্রদেশে থাকে ? মনস্তত্ববিদগণ হয়ত আমাদের এই প্রশ্নের উত্তর দিতে অক্ষম। কিন্তু যেখানেই থাকুক না কেন, আমার বিশ্বাস ভারতবর্ষ এবং যুরোপের মূলগত ঐক্য ইহা দ্বার স্কুচিত হয়, এবং ঐতিহাসিক যুগের পূর্ব্বে আমাদেব পূর্ব্বপুরুষগণ এক বংশজাত ছিলেন বলিয়াই জঙ্গি আমরা এমন অবিলম্বে, এমন অভূতপূর্ব্বভাবে এই আত্মীয়তা অনুভব করিয় থাকি ** ভারতবর্ষের প্রতি প্রেম ও মমতার দৃষ্টান্ত স্বরূপ আগেকার কালে ডেভিড হেয়ার ও একালে অ্যালেন হ্যম এই দুই মহাত্মারও নাম উল্লেখ করা যাইতে পারে ; একজন আমাদের বিদ্যাগুরু, অন্তজন রাজনৈতিক মন্থদাতা । যুরোপীয়দিগের মধ্যে যে সকল সহৃদয় মহাত্মা আমাদের হিতের জন্য নিঃস্বার্থভাবে কার্য্য করেন, আমরা তাহাদিগকে চিনিয়া লইয়া আত্মীয়ভাবে আলিঙ্গন দিতে প্রস্তুত । ভারতবন্ধু হ্যম সাহেবের মৃত্যুতে আমাদের হয়ের গভীর শোকোচ্ছাস কি এ বিষয়ে সাক্ষ্য দিতেছে না ? তাহার ন্যায় উদারচেতা মমতাবান কর্ম্মবীরেরাই এই বাঞ্ছনীয় মিলন ঘটাইবার পক্ষে অনেক করিতে পারেন। মিরাশ হুইবার কোন কারণ নাই, কেননা পূর্ব্বপশ্চিমে যতই পার্থক্য থাকুক না কেন, মনুষ্যত্বের উচ্চ শিখরে এমন একটা স্থান আছে যেখানে এই সমস্ত ভেদাভেদ বিলীন ইইয়া যায়। র্যাহার এই শিখরদেশে আরোহণ করিয়াছেন, তাহাদের সম্বন্ধে বলা যায়– '

  • জয়ং নিজঃ পরোবেতি গণনা লঘুচেতসাং ।

উদারচরিতামাং তু বমুধৈৰ কুটুম্বকং ॥ এ নিজ এ পর লঘুচেতাদের এইরূপ গণনা ; উদারচরিত র্যাহার, তাদের আত্মপর মাই, ধম্‌ধাই তাছাদের কুটুম্ব সমান।

  • With Ravindranath in England—Modern Review for January 1913.