পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুর। বকরা । 2} জানে যে তাহারা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হইবে ও তাহার প্রতি । তাহারা প্রত্যাবর্তনকারী তাছাদের পক্ষে কঠিন নহে। ৪৬। (র, ) হে এস্রায়েল বংশীয় লোক সকল, অণমি তোমাদিগকে যাহা দিয়াছি আমার সেই দান স্মরণ কর নিশ্চয় আমি সমুদয় লোকের উপর তোমাদিগকে শ্রেষ্ঠতা দান করিয়াছি। ৪৭ । যে দিবস কোন ব্যক্তি কাহারও নিকট হইতে কিঞ্চিৎ উপকার লাভ করিবে না ও কাহারও অনুরোধ স্বীকৃত এবং কাহার নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না ও লোকে সাহায্য পাইবে না তোমর। সেই বিচারের দিনকে তয় করিও । ৪৮ । স্মরণ কর আমি যখন ফেরাওয়ণীয় সম্প্রদায় হইতে তোমাদিগকে মুক্ত করিয়াছিলাম, তাহারা তোমাদের প্রতি কঠোর অত্যাচার করিতেছিল, তোমাদের পুত্ৰ সন্তানদিগকে বধ করিয়া কন্যাদিগকে জীবিত রাখিতে ছিল ও এই ব্যাপারে ঈশ্বর হইতে তোমাদের গুরুতর পরীক্ষা ছিল। ৪৯ । এবং ( "ারণ কর) অামি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করিয়া তোমাদিগকে রক্ষা ও ফেরাওয়ণীয় লোকদিগকে জল-মগ্ন করিয়াছিলাম, তোমরা তাহা দর্শন করিতেছিলে । ৫০ । এবং ( স্মরণ কর) যখন আমি মুসার সঙ্কে চত্ত্বারিংশৎ রজনীর অঙ্গীকার করিয়াছিলাম, পরে মুসা চলিয়া গেলে তোমরা গোবৎসকে আশ্রয় করিলে* ও তোমরা দুৰ্ব্বত্ত হইলে । ৫১। অতঃপর আমি তোমাদিগকে ক্ষমা করিলাম যে তাহাতে তোমরা ধন্যবাদ দিবে। ৫২। এবং ( স্মরণ কর) যখন আমি তোমরা সত্য পথ পাইলে বলিয়া মুসাকে পুস্তক ও প্রমাণ দান করিলাম । ৫৩ ৷ এবং (স্মরণ কর) যখন মুসা তাহার সম্প্রদায়কে বলিল “হে আমার মণ্ডলীস্থ লোকসকল, নিশ্চয় তোমরা

  • ইছার ইতিহাস এরাফ মুরাতে বিৱত হুইবে ।