পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ কোরাণ শরিফ وق فق নিদর্শন ও উপদেশ প্রেরণ করিয়াছি, তাহা মানবমণ্ডলীর জন্য গ্রন্থে ব্যক্ত করিলে পর যে সকল লোক তাহ গোপন করে, তাহাদিগকে ঈশ্বর অভিসম্পাত করেন এবং অভিসম্পাতকারী লোকের। তাহাদিগকে অভিসম্পাত করিয়া থাকে * । ১৫৬ ৷ কিন্তু যাহারা মন পরিবর্তন ও সৎকৰ্ম্ম করিয়াছে ও ব্যক্ত করিয়াছে, অতঃপর আমি এই সকল লোকের প্রতি প্রত্যাবর্তন করিব ও আমি প্রত্যাবর্তনকারী দয়ালু। ১৫৭ ৷ নিশ্চয় ষাহারা ধৰ্ম্মদ্রোহী হইয়াছে ও ধৰ্ম্মদ্রোহী মরিয়াছে, তাহাদের প্রতি ঈশ্বরের ও দেবগণের এবং সমুদায় লোকের অভিসম্পাত । ১৫৮ | তাহারা সেই অভিসম্পাতে সৰ্ব্বদা থাকিবে, তাহাদিগহইতে শাস্তি খৰ্ব্ব করা হইবে না, ও তাহাদিগকে অবকাশ দেওয়া হইবে না । ১৫৯ ৷ তোমাদের ঈশ্বর একমাত্র, তিনি ব্যতীত উপস্যি নাই, } একাধাটি ও হজ্ব ক্রিয়ার অন্তর্গত। নির্দিষ্ট কালে বিশেষ ব্রতধারী হইয়া মক্কা তীর্থ দর্শ কে হজ্ব বলে, বাছার হজ করে তা হাদিগকে হাঙ্গী বলে । ওমর হাজীদিগের ব্রজবিশেষ । তাছা এই রূপ ; হজ্ব ক্রিয়ার এন্থরাম বধিয়া মক্কার অদূর दउँौं ऊनहेम बायक हॉtन क८ब्रक वांद्र बमाख नक्लिग्न प्रकारऊ या गयब शूकर्षक मन्निद्र eवमचिन्म कब्रि८ङ श्ञ । मक्काव्र मिकरके बाईब्रौ विदिशूर्वक इख़ कब्राब्र नक” করাকে ” এহরাম ” বলে । অতএব ঈশ্বর বলিতেছেন যে যে ব্যক্তি ছদ্ৰ ইত্যাদি করিতে যায় তাহার পক্ষে - সক, ও, মরওয়৷ ” গিরির মধ্যস্থ ভূমিতে ধাবমান হওয়া দূষা নছে । পৌত্তলিক লোকের অজ্ঞানতাবশতঃ উক্ত পৰ্ব্বত দ্বয় প্রদক্ষিণ করিত বলিয়। এস্লাম ধৰ্ধাৰলম্বিগণ এবিষয়ে সঙ্কুচিত ছিল, এই ক্ষণ ঈশ্বর একাৰ্ষ্যে ৰিধি দিলেন । (ড, হে।)

  • ইহুদিদিগের ধৰ্ম্ম পুস্তক তওরয়তে অাববীয় ভবিষ্যৎ তত্ত্ববাছকের অর্থাৎ इछब्रऊ ८बाइय८मद्र थनत्र हिन । छेहनि१: भेदfावलड: ८मछे कथ! ८itt*ाम कब्रिब्राररू । এই জয়তে ভাস্কারই উল্লেখ হৰ্ছয়াছে ।