পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরা ব করা । 어 তাহারা জানে যে তাহদের ঈশ্বরের এই রূপ দৃষ্টান্ত সত্য; ঈশ্বরদ্রোহী লোকেরা বলে “এই উদাহরণে ঈশ্বরের কি অভিপ্রায় ?” ষ্টক্কা * দ্বারা পরমেশ্বর অনেক লোককে পথচ্যুত ও অনেককে পথ প্রদর্শন করিতেছেন ; এতদ্বারা কুক্রিয়াশীল লোক ব্যতীত অন্যে পথচু্যত্ব হয় না । ২৬ । ঈশ্বরের অঙ্গীকারবন্ধনের পর যাহারা তাহা ভক্ষ করে এবং ঈশ্বর সম্মিলন বিষয়ে যে অজিজ্ঞা করিয়াছেন তাহা লঙ্ঘন করে এবং পৃথিবীতে অহিত্যচরণ করে তাহারাই তাত্যাচারী । ২৭। কেমন করিয়া তোমরা ঈশ্বরদ্রোঙ্গী হও ; অবস্থা ত এই—তোমরা নিজীব ছিলে পরে তিনি তোমাদিগকে জীবিত করিয়াছেন, অতঃপর তোমাদের মৃত্যু হইবে, পুনর্বার তিনি জীবন দান করিবেন ; অবশেষে তাহার দিকেই তোমাদের প্রতিগমন । ২৮ । তিনি সেই, যিনি পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদায় তোমাদিগের জন্য স্বজন করিয়াছেন, তৎপর নভোমণ্ডলের প্রতি মনোযোগী হইয়া সপ্ত স্বৰ্গ প্রতিষ্ঠিত করিয়াছেন ; তিনি সৰ্ব্ব বিষয়ে জ্ঞানী । ২৯ । ( झ, ७ ) যখন তোমার ঈশ্বর ( হে মোহম্মদ, ) দেবগণকে বলিলেন যে “নিশ্চয় আমি পৃথিবীতে দলপতি সৃজন করিব” তাহার। বলিল “তুমি কি এমন লোককে তথায় স্বজন করিবে যাহারা অত্যাচার ও শোণিতপত করিতে থাকিবে ? আমরা তোমার প্রশংসা করিয়া থাকি ও পবিত্রতা স্বীকার করি।” ঈশ্বর বলিলেন “যাহা তোমরা জ্ঞাত নও, নিশ্চয় আমি তাহা জ্ঞাত আছি”। ৩০ । ঈশ্বর

  • ঈশ্বর কোরণে মশক ও উর্ণনাভ ইত্যাদি জীবের অtখ্যায়িক দৃষ্টান্ত স্থলে বলিয়াছেন। অবিশ্বাসী লোকেরণ তৎপ্রতি উপেক্ষ প্রদর্শনে অর্থ গ্রহণ না করিয়া বিপথগামী হুইয়াছে, এবং বিশ্বাসীরা মনোযোগ বিধানে তাহার মৰ্ম্ম গ্রহণ করিয়া আলোক লাভ করিয়াছেন। ( उ, *il, )