পাতা:ধর্ম্ম-বিজয় নাটক.pdf/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম বিজয় নাটক । (tУ বটু। আমি কি মিথ্যা কথা বলুচি, ঐ দেখুন না, বেশ দাসীটী । উপ । ( অগ্ৰে আসিয়া দেখিয়া আশ্চর্য্য ) এই, এইটী বিক্রীত হবে,—বাছা তোমার কৰ্ম্মের কোন নিয়ম আছে ? মহিষী । অজ্ঞে আমি পরপুরুষ সেবা করতে পারবে না, আর পরের উচ্ছিষ্ট ও খাবে না, আমাকে আর অন্য যে কৰ্ম্ম বলবেন সব করবে। উপ। বেশ নিয়ম, দেখ কৌণ্ডিল্য, এ স্ত্রীলোকটী যথার্থ পতিব্রত, কেমন লজ্জ দেখেছ ? পদবিক্ষেপ পর্যন্ত দৃষ্টি, বাক্যগুলি অতি কোমল ও পরিমিত, বোধ হয় এ কোন সৎকুল জাত৷ হবে, তার সন্দেহ নাই । এই দেখ বাছা, আমি তোমাকে ক্রয় করবো, আমার একটা দাসী চাই, ব্রাহ্মণী সাংসারিক সকল কৰ্ম্ম করে উঠতে পারেন না, তাই একটা লোক আমার প্রয়োজন । - মহিষী। আমি তা হলে কৃতাৰ্থ হই ।