পাতা:ধর্ম্ম-বিজয় নাটক.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ৰিজয় নাটক । :0 রাজা । অমুম্বার বিসর্গ কি, বুঝতে পারলেম না, তুমি গিয়ে কি বলেছ বলনা শুনি । বিদূ। তা কি এ এখনো ম-মনে আছে,ভাল আপনি বলুন দেখি, কি বলে পাঠিয়ে ছিলেন ? রাজা । আমি বলে পাঠিয়ে ছিলেম, আমি । আজ অগ্নিগৃহে রাত্রি জাগরণ করবো । বিদূ । ই ই ম মনে হয়েছে, আ-আমি গিয়েও তাই বলেছি। রাজা । কি বলেছ ? বিদূ বলেছি মমহারাজ আজ অন্তঃ পুরে রা’রাত্রিযাপন করবেন। রাজা । ও কি ও— বিদূ। কেন ? ও একটু ই ইদিক্ উদিক বৈত নয়, আপনি বলেছেন অ-অ-অগ্নিগৃহে, আমি না হয় বলেছি অ-অন্তঃপুরে, রাত্রি জাগরণ রারাত্রি যাপন ও তো এ-একই কথা । রাজা । বাঃ বেশ মানুষ তুমি । বি । আজ্ঞে মহারাজের বন্ধু কি না বে: বেশ না হবে কেন ।