পাতা:ধর্ম্ম-বিজয় নাটক.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম বিজয় নাটক । ዓ¢ ক্ষত্রির জাতি তে সামান্য জাতি নয় সপের জাতি, কিছুতেই ও জেতের ক্রোধ পড়ে না। আমাদের থাকা ও র কাছে—কবে কি ঘটে বলতে পারিনে “সসপেচ গৃহে বাস; মৃত্যুরেব ন সংশয়ঃ” তা যাই এখন অযোধ্যার বৃত্তান্ত গিয়ে বলি । বভ্র । আমি ভাই কুশ আনতে যাচ্যি যাই এসে আমার দেখা কর বে। এখন । रे°लव । उiल यांG । [ বভ্রর প্রস্থান । ঐ না মহর্ষি এদিকেই আসচেন। তবে এখানেই দাড়াই এখানেই দেখা হবে । [ বিশ্বামিত্রের প্রবেশ ] বিশ্বা । বেশ হয়েছে, ছেলেট মরেছে শুনলেস্, মর বেইতে, আমার বাক্য অন্যথা হবে কেন, দুরাত্মা হরিশ্চন্দ্রের আর বাকি কিছু রাখবে না, আমি তো ঐ জন্যেই কাশীতে বাসকরে অাছি, রাজ্যটা এত দিন ছার খার হয়ে থাকৃত্বে । পৈলব এলে সম্বাদটা পাই তাকে