পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b" а কোরীণ শরিফ | তোমাদের অন্তরের বিষয় যদ্যপি প্রকাশ কর কিম্ব গোপন কর নিশ্চয় তোমাদের নিকট হইতে ঈশ্বর হিসাব গ্রহণ করিবেন, তিনি যাহাকে ইচ্ছা হয় ক্ষমা করেন ষাহাকে ইচ্ছা শাস্তি দিয়া থাকেন ; ঈশ্বর সৰ্ব্বোপরি ক্ষমতাশালী। ২৮৪ । প্রেরিত পুরুষ তাহার প্রতিপালক ঈশ্বরের নিকট হইতে তৎপ্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা বিশ্বাস করিয়াছে এবং সমুদায় বিশ্বাসী লোক ঈশ্বরকে, তাহার দেবলোককে ও র্তাহার পুস্তক সকলকে ও র্তাহার প্রেরিত পুরুষগণকে বিশ্বাস করিয়াছে, এবং তাহার প্রেরিত পুৰুষগণের মধ্যে প্রভেদ করে নাই এবং তাহার। বলিয়াছে যে * আমরা শ্রবণ মাত্র আজ্ঞা পালন করিলাম হে ঈশ্বস্ব তোমার নিকট ক্ষমা চাহিতেছি তোমার নিকট আমাদিগের প্রতিগমন । ” ২৮৫ ঈশ্বর কাহাকে তাহার শক্তির অতিরিক্ত ক্লেশ দান করেন না ; সে যে কাৰ্য্য করিয়াছে তাহা তাহার জন্য সে যে কাৰ্য্য করিয়াছে তাহা তাহার উপর, ( তাহারা বলে ) হে আমাদের প্রতিপালক, আমরা বিস্মৃত হইলে কিম্বা দোষ করিয়া থাকিলে তুমি আমাদিগকে আক্রমণ করিও না ; হে আমা" দের প্রতিপালক, আমাদের উপর সেরূপ গুরুভার স্থাপন করিও না যদ্রপ আমাদের পূর্ববর্তী লোকদিগের উপর স্থাপন করিয়াছ ; ছে আমাদের প্রতিপালক, যাহা আমরা সহ্য করিতে অক্ষম তাহ আমাদের উপর অর্পণ করিও না, আমাদিগকে ক্ষমা কর, অামাদিগকে মার্জন কর, আমাদিগকে দয়া কর, তুমি আমাদের প্রভু অতএব ধৰ্ম্মদ্রোহী দলের উপর আমাদিগকে সাহায্য দান कब्र । २४७ | ( ब्र, 8० )