পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলো এমৃরাণ । b’ (t পার্থিব জীবনের সম্পত্তি, ও ঈশ্বর শুভ প্রত্যাবর্তন ভূমি । ১৫ । বল (হে মোহম্মদ ) ইহার মধ্যে উত্তম কি তোমাদিগকে জ্ঞাপন• করিব ? বিষয়নিবৃত্ত লোকদিগের জন্য তাহদের ঈশ্বরের নিকটে স্বগোদ্যান সকল আছে, তাহার নিম্নে ৫ পয়ঃ প্রণালী সকল প্রবাহিত, তাছারা তাহাতে চিরকাল থাকিবে ও ( তাহীদের জন্য ) পুণ্যবতী ভাৰ্য্য সকল এবং ঈশ্বরের সন্তোষ থাকিবে, দাসদিগের প্রতি ঈশ্বর দৃষ্টিকারী। ১৬। যাহারা বলে ছে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা বিশ্বাসী হইয়াছি, অতএব আমাদিগের অপরাধ ক্ষমাকর, অগ্নিদণ্ড হইতে আমাদিগকে রক্ষাকর ( সেই বিষয়নিবৃত্ত লোকদিগের অবস্থা এইরূপ ) । ১৭ । তাহারা সহিষ্ণ, সত্যবাদী, বাধ, বদান্য, প্রাতঃকালে ক্ষম। প্রার্থী ১৮ । ঈশ্বর এই সাক্ষ্যদান করিয়াছেন যে তিনি ব্যতীত উপাস্য নাই এবং দেবগণ ও পণ্ডিতগণ সাক্ষ্যদান করিয়াছেন যে পরমেশ্বর ন্যায়েতে বিদ্যমান, তিনি ব্যতীত উপাস্য নাই, তিনি পরাক্রান্ত নিপুণ । ১৯। নিশ্চয় ঈশ্বরের নিকটে যে ধৰ্ম্ম তাহা এস্ ল।ম ধৰ্ম্ম, এবং যাহার এস্থ লাভ করিয়াছে শক্রতাবুদ্ধি প্রাপ্তির পর ব্যতীত তাহার। তাহা ( এসলাম ধৰ্ম্ম ) অগ্রাহ্য করে নাই, যে ব্যক্তি ঈশ্বরের নিদর্শন সকলের বিরোধী হইয়াছে নিশ্চয় ঈশ্বর সত্বর তাহার বিচার করিবেন । ২০ । অনন্তর যদি তাহারা (হে মোহম্মদ ) তোমার সঙ্গে বিতণ্ড করে তবে তুমি বল আমি ঈশ্বরের জন্য স্বীয় আনন উৎসর্গ করিয়াছি, ও যাহারা আমার অমুসরণ করিয়াছে, (তাহার উৎসর্গ

  • ८न६ छैनाॉन ङकब्र मिtघ्र ! (७, cश1, )

y