পাতা:কোরান-কণিকা - মীর ফজলে আলী.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কোরান-কণিকা

বিচার দিনের তুমি অধিপতি,
তোমারেই মোরা করি গো প্রণতি,
যাচি হে তোমার সহায়, শকতি।

যে পথে চলিয়া পথিক সকল—
পেয়েছে তোমারি আশীষ-মঙ্গল;
দেখাও সে পথ—সঠিক, সরল।

কুপিত হয়েছ যাদের কারণ,
বিপথে যাহারা করেছে গমন,
ওদের সে পথে নিও না কখন।

—আমীন[১]
  1. আমীন—তথাস্তু, তাহাই হোক অর্থে সুরা'র আবৃত্তির শেষে উচ্চারিত হইয়া থাকে।