পাতা:ধর্ম্ম-বিজয় নাটক.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম বিজয় নাটক । ৯৭ কাতর হয়েছে। শোক এমনি সামগ্ৰীষ্ট । এর কেউ নাই বোধ হয়, থাকৃলে এ কার্য্যে স্বয়ং আসবে কেন ? এখন শোকার্তা হয়েছে, দুটাে প্রবোধ প্রদান করে হাত ধরে তোলে এমন লোক ও নাই, আমি নিকটে যাবে ? না, আমার যে বিকৃত আকৃতি, একাকী স্ত্রীলোক দেখলেই ভয় পাবে । শৈব্যা । ( রোদন করত উন্মত্তার ন্যায় ) একি, আমি কোথা এসেছি, বাছাকে কোথা এনেছি ? আহা বাছার চাদ বদন মলিন হয়েছে কেন – চুলগুলি এদিক ওদিক পড়েছে (যথাস্থানে অপসারণ ) বাছা, তুমি কথা কও না কেন? আমি শ্মশানে এসেছি,আমর ভয় করে যে বাবা, ওঠ, গ| তোলে, বেলা হচ্যে, আর কত নিদ্র। যাবে ? ফুল বিলুপত্র তুলে আনে গে,উপাধ্যায়ের । পূজার সময় হয়ে এলো – ওঠ বাছা ওঠ (তুলিতে চেষ্ট ) কেন ওঠ না বাছা, ওঠ । কৈ ওঠ, হাত প। কাঠ হয়েছে কেন ? (চৈতন্য প্রাপ্তে) ওঃ আমি কি উন্মত্ত হয়েছি, মরেছে উঠবে কেন, (可)