পাতা:কোরান-কণিকা - মীর ফজলে আলী.pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিভুনাম

সূরাহ্‌—আল্‌হাশর,

(মদীনায় অবতীর্ণ—২১-২৪ আয়াত, ৩য় রুকু')

দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা'লার নামে।

لو ٱنزلنا هدا القران على حبل……………وهوا العزيز الحكيم

এই সে কোরান—যদি রাখিতাম পাহাড়ের পরে
নিশ্চয় দেখিতে তুমি খোদারই যে ডরে
ধসে যেত অধোগতি 'ঐ সে পাষাণ',
টুটে যেত হয়ে খান খান।
বুঝিবারে পারে যেন সকলি মানব
তাই আমি উপমা যে দিতেছি এ সব।
খোদা ভিন্ন উপাস্য যে নাহি কোনো জন,
প্রকাশ্য অথবা যাহা আছে রে গোপন—
জানে সব জানে প্রভু,—'সর্ব্বজ্ঞানময়',
কৃপাদাতা অতি সদাশয়।
খোদা ভিন্ন আরাধ্য যে নাহি কেহ আর
রাজা তিনি, পুণ্যের আধার,