পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా8 কোরাণ শরিফ । অবতারণ করিয়াছ আমর। তৎপ্রতি বিশ্বাস স্থাপন করিলাম, তোমার প্রেরিত পুরুষের অনুবর্তী হইলাম, তুমি আমাদিগকে সাক্ষীদিগের সঙ্গে লিপি কর । ৫৫ । তাহারা চতুরতা করিল এবং ঈশ্বর চতুরতা করিলেন, ঈশ্বর চতুরশ্রেষ্ঠ * । ৫৬। (র, ৫) ( স্মরণ কর) যখন পরমেশ্বর বলিয়াছিলেন হে ঈসা নিশ্চয় আমি তোমার গ্রহণকারী ও আপন অভিমুখে তোমার সমুথাপন কারী এবং যাহারা ধৰ্ম্মদ্রোহী হইয়াছে তাহাদিগর মধ্য হইতে তোমার সংশোধন কারী, অপিচ কেয়ামতের দিন পর্য্যন্ত কাফের দিগের উপর তোমার অনুবত্তী লোকদিগের স্থাপনকারী, অতঃপর আমার অভিমুখে তোমাদিগের পরাবৃত্তি, অবশেষে তোমারা যে বিষয়ে বিরোধ করিতেছিলে তদ্বিষয়ে তামি তোমাদের মধ্যে বিচারকারী । ৫৭ ৷ অনন্তর যাহারা ধৰ্ম্মাদ্রোহী হইয়াছে, তাহাদিগকে আমি ইহ পরলোকে কঠিন দণ্ডে দণ্ডিত করিব, তাহাদের জন্য সাহায্য কারী নাই । ৫৮ । কিন্তু যাহারা বিশ্বাসী হইয়াছে ও সৎকৰ্ম্ম করিয়াছে, পরে তাহাদিগের প্রাপ্য তাহাদিগকে পূর্ণ দান করিব ; ঈশ্বর অত্যাচারী দিগকে প্রেম করেন না । ৫৯ ৷ এই ( হে মোহম্মদ ) তোমার নিকটে আমি দৃঢ়ম্মতি ও নিদর্শন সকলের হই।

  • তদানীন্তন ইহুদি পণ্ডিতগণ ত ছাদগের শাসনকৰ্ত্তাকে মহাত্মা ঈসার fবরুদ্ধে এই বলিয়া উত্তেজিত করিয়াছিল যে এ ব্যক্ত ধৰ্ম্মদ্রোহী, এ তত্তরয়তের বিধির বিপরীত অর্থ লোকদিগকে বুঝাইতেছে । শাসনকৰ্ত্ত হজরত ঈসাকে शब्रिब्रा वानिवांद्र छना ८गांक ८धद्रग क८ब्र । हेठावनtब्रः छेनाञ्च नि कछे इहे८ठ তাহার বন্ধুগণ পালাইয়াযায়। তখন পরম্বেশ্বর উক্ত মহাপুৰুষকে স্বর্গে গ্রহণ করেন, তাছার এক মূৰ্ত্তি মাত্র থাকে, তাছাকে তাছার ধরিয়া আনিয়া কুশে f६क कcब ।। ७ई घना फे क इहेब्राह्छ् “ उांहांबी (टैरुनिब्रा) कष्ट्रब्रङ कब्रिल ७३९ ঈশ্বর চতুরন্ত। করিলেন - ( ত, শ, )