পাতা:ধর্ম্ম-বিজয় নাটক.pdf/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दर्फी दि जग्न नtझै क । > •o লোক্য লাভ করবে। আমি এক্ষণে অস্তহৃত হই । ( অন্তধান ) { বিশ্বামিত্রের প্রবেশ ] বিশ । (হাস্য বদনে ) মহারাজ হরিশ্চন্দ্র ক্ষণজন্ম। তুমি, তোমার যশে বিশু ব্ৰহ্মাণ্ড পূর্ণ হলো—তোমার নাম লোকের প্রাতঃস্মরণীয় হয়ে থাকলে, আমি তপঃপ্রভাবে শত শত অসাধ্য সাধন করেছি, কিন্তু অনেক তপস্যাতে ও বিদ্যাত্রয় সিদ্ধ করতে পারি নাই, তোমার প্রসাদে সে বিদ্য। আমার প্রতি সুপ্রসন্ন হয়েছেন । - - রাজা । আসুন, অtহন, প্রণাম করি। পরমাহলাদের বিষয়, আপনার বিদ্যাত্রয় সিদ্ধ হয়েছে ? বিশু। ই মহারাজ, কৃতকাৰ্য্য হয়েছি । আশীৰ্ব্বাদ করতে এলেম । তা কি আশীৰ্ব্বাদ করবে, এই যে স্ত্রীপুত্র লাভ হয়েছে আপনার । রাজা । অজ্ঞে, ধৰ্ম্ম অনুগ্রহ করে দেছেন । বিশ্ব । তা ধৰ্ম্মই তো দেন, দিবীর শক্তি আর কারু নাই, নেবার শক্তি ও অtর কারু নাই, আমি দিলেম আমি পেলেম, লোকের এ সকল