পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২ কোরাণ শরিফ । ও তাহাদিগকে শুদ্ধ করিতেছে এবং তাহাদিগকে গ্রন্থ ও জ্ঞান শিক্ষা দিতেছে, নিশ্চয় তাহারা পূৰ্ব্বে একান্তই স্পষ্ট পথ ভ্রান্তির মধ্যে ছিল । ১৬৬। যখন এক বিপদ তোমাদিগকে প্রাপ্ত হইল, নিশ্চয় তোমরা কি তাহার দ্বিগুণ প্রাপ্ত হইয়াছ ? তোমরা বলিয়াছ “ ইহা কোথা হইতে হইল ?” বল ( হে মোহম্মদ ) ইহা তোমাদের জীবন হইতে হইয়াছে, নিশ্চয় ঈশ্বর সৰ্ব্বোপরি ক্ষমতাশালী # | ১৬৭ ৷ উভয় দলের সাক্ষাৎকার দিবসে তোমরা যাহা প্রাপ্ত হুইয়াছ তাহা ঈশ্বরের আদেশানুসারে হইয়াছে, বিশ্বাসীদিগকে প্রকাশ করিতে ও যাহারা কপট তাহাদিগকে প্রকাশ করিতে হইয়াছে, তাহাদিগকে বলা হইয়াছিল এস, ও ঈশ্বরের পথে সংগ্রাম কর, কিম্বা দূর কর ( কাফেরদিগকে ) ভtহার বলিল “ যদি আমরা যুদ্ধ করিতে জানিতাম, নিশ্চয় তোমাদিগের অনুসরণ করিতাম ; ” তাহারা সেই দিন বিশ্বাসোন্মুখ লোকদিগের অপেক্ষ ধৰ্ম্মদ্রোহিতার অভিমুখে নিকটতর ছিল ; যাহা তাহদের অন্তরে নাই তাহারা তাহা আপন মুখে বলিয়াছে ; তাহারা যাহা গোপন করিতেছিল ঈশ্বর তাহা উত্তম জ্ঞাত ‘’ ৷ ১৬৮+১৬৯ । যাহারা বসিয়া রহিয়াছে ও স্বীয় ভ্রাতা

  • অর্থাৎ তোমরা বদরের যুদ্ধে সত্তর জন কাফেরকে বধ করিয়াছিলে এবং সত্তব জনকে বন্দী করিয়া আনিয়াছিলে । এই যুদ্ধে তোমাদের দলের সত্তর জন হত হইয়াছে, তবে ক্ষুন্ন কেন চইতেছ ? ইহা অাপন অপরাধের জন্য হইয়াছে, সেহেতু তোমরা আজ্ঞা অমান্য করিয়াছ । অথবা এই অপরাধ ছিল যে অর্থ গ্রহণ করিয়া বদরের বন্দীদিগকে ছাড়িয়া দিয়াছিলে । হজরত বলিয়াছিলেন “এই সত্তর জনকে ছাড়িয়া দিলে তোমাদের সত্তর জন যুদ্ধে হত হুইবে । ” (ত, শ1, )

"ী এম আয়তে কপট লোকদিগের কথা । তাছার বলে যে যখন সংগ্রাম উপSDD DDDB BBBS BBBS BB BBS BBBS BBB BB BB BSBBS BSBB DS