পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলে। এমরাণ ১২৩ দিগের সম্বন্ধে বলিয়া থাকে “আমাদের কথা মান্য করিলে তাহার। হত হইত না ;” বল, (হে মোহম্মদ) যদি তোমরা সত্যবাদী হও,তবে আপনাদের মৃত্যুকে দূর কর । ১৭০ যাহারা ঈশ্বরের পথে হত হইয়াছে তাহার। মরিয়াছে মনে করিও না, বরং তাহার। তাহাদের ঈশ্বরের নিকটে জীবিত আছে, তাহাদিগকে উপজীবিক। প্রদত্ত হইতেছে । ১৭১ ৷ + ঈশ্বর নিজ কৃপা গুণে তাহাদিগকে যাহা দান করিয়াছেন তাহাতে তাহারা আনন্দিত, যাহারা তাহাদের পশ্চাতে, (এই ক্ষণও) তাহাদের সহিত মিলিত হয় নাই তাহাদের সুসংবাদ লইয়া থাকে, তাহীদের সম্বন্ধে ভয় নাই ও তাহারা শোক প্রাপ্ত হইবে না । ১৭২ । তাহারা ঈশ্বরের দানে ও ( তাহার ) করুণায় তানন্দিত হয়, নিশ্চয় ঈশ্বর বিশ্বাসীদিগের পুরস্কার নষ্ট করেন না । ১৭৩ ! ( র, ১৭ ) যাহার। নিজের প্রতি যে আঘাত পহুছিয়াছে তাহার পর ঈশ্বরকে ও প্রেরিত পুরুষকে স্বীকার করিয়াছে, তাহদের মধ্যে যাহারা সৎকন্ম ও ধৈর্য্য ধারণ করিয়াছে তাহদের জন্য মহাপুরস্কার অাছে * । ১৭৪ ৷ এই তাহারা যে তাহাদিগকে লোকে নাতি জ্ঞাত নহি । অন্তবে গৰ্ব্ব করে যে আমাদের পরামর্শ গ্রাহ হয় না, ইছাদের যুদ্ধবিদ্যায় জ্ঞান নাই। এই কথাতে তাছার ধৰ্ম্মদ্রোহিতার নিকটবৰ্ত্তী হইয়াছে ও বিশ্বাস হইতে দূরে পড়িয়াছে। (ত, শ}) ( বোধ স্থল ভার্থ ২ অtং একত্রীকৃত । ) * যে দিন বিপক্ষ দলের নেতা আবুসুফিয়ান ওহোদ হইতে প্রতিগমন করিল হজরত সেই দিন অপরান্ধে মদিনায় চলিয়া আসিলেন। সেদিন শওয়ালমাসের সপ্তম দিবস শনিবার ছিল । রবিবার দিন প্রাতঃকালে তিনি শত্রুদিগের পশ্চাৎ ধাবমান হইবার জন্য ওহোদের সৈন্যদিগকে আদেশ করিলেন এবং যাহার। ওছোদের যুদ্ধে অনুপস্থিত ছিল তাহাদিকে যাইতে বারণ করিলেন । ধৰ্ম্মবন্ধুগণ আংত দুৰ্ব্বল শরীরে অজ্ঞ শিরোধাৰ্য্য করিয়া শক্রর অনুসরণে মক্কাভিমুখে