পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জালে। এম্রাণ । ১২৫ তাঁহাদের জন্য মহাশাস্তি আছে # ১৭৮ । নিশ্চয় যাহারা ধৰ্ম্মের বিনিময়ে অধৰ্ম্মকে ক্রয় করিয়াছে তাহারা ঈশ্বরের কিছুই করিবে না, ও তাছাদের জন্য দুঃখজনক শাস্তি আছে । ১৭৯ ৷ ধৰ্ম্মদ্রোহিগণ মনে করে না যে, তাহাদের মঙ্গলের জন্য তাহাদিগকে অবকাশ দেওয়া হইতেছে, অপরাধে বৰ্দ্ধিত হওয়ার জন্য বৈ আমি তাহাদিগকে অবকাশ দিতেছি না, তাহাদিগের জন্য গ্লানিজনক শাস্তি আছে | ১৮ o I যদবস্থায় তোমরা আছ ( হে কপটগণ ) তদবস্থায় বিশ্বাসীদিগকে রাখিবেন ঈশ্বর ( সেরূপ ) নহেন, এত দূর পর্য্যন্ত যে তিনি পবিত্রত। হইতে অপবিত্রত ভিন্ন করেন, এবং তোমাদিগকে যে গুপ্ত বিষয়ে জ্ঞাপন করিবেন ঈশ্বর ( সেরূপ ) নহেন, কিন্তু ঈশ্বর যাহাকে ইচ্ছা নিজের প্রেরিতরূপে গ্রহণ করেন, ঈশ্বরকে ও র্তাহার প্রেরিতকে তোমর! বিশ্বাস করি ৪, এবং যদি তোমরা বিশ্বাস স্থাপন কর ও ধৰ্ম্মভীরু হও তবে তোমাদের জন্য মহাপুরস্কার আছে । ১৮১ । তাহারা মনে করিবে না যে আমি নিজ কৃপাগুণে যাহাদিগকে যাহা দান করিয়াছি তদ্বিষয়ে যাহারা কৃপণতা করে উহা তাহাদের মঙ্গলের জন্য ঘটিবে, বরং উহ। তাহদের অমঙ্গলের জন্য হইবে, তাহারা যে বিষয়ে কৃপণতা করিয়াছে সত্বর কেয়ামতের দিনে উহ। তাহাদিগের গ্রীবার বন্ধন করা হইবে ; স্বৰ্গ মর্ত্যের উত্তরধিকারিত্ব ঈশ্বরের, তোমর। যাহা করিতেছ ঈশ্বর তাহার জ্ঞাত "" । ১৮২ । ( র, ১৮)

  • কপট লোকের যখন বিশ্বাসীদিগের দুঃখ বিপদ দেখিত তখনই অৰিশ্বাসের কথ। ব’লত । (ত, শ )

হদিসে অর্থাৎ প্রেরিজের বাক্য ও কাৰ্য্যবিবরণ পুস্তকে উক্ত হুইয়াছে যে ১৩ ।