পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর নেসা Ꮌ8 Ꮍ তোমাদের সম্বন্ধে তোমাদিগের মাতা, কন্যা, ভগিনী পিতৃস্বসা, মাতৃস্বসা, ভ্ৰাতপত্রী, ভাগিনেয়ী, মাতৃস্বত্ৰেয়ী, এবং যে ব্যক্তি তোমাদিগকে স্তন্য দান করিয়াছে সে, ( ধাত্রী ) এবং সহস্তন্যপায়িনীরূপ ভগিনী, তোমাদের ভার্য্যার মাতা ও কন্যা, যাহার সঙ্গ করিয়াছ তাহার যে কন্যা তোমার ক্রোড়ে ( প্রতিপালিত ) সে, ( ইহার ) অবৈধ ; তাহার সঙ্গে সহবাস না করিয়৷ থাকিলে ( সেই কন্যা ) তোমাদের সম্বন্ধে বৈধ ; এবং যাহারা তোমাদের ঔরসজাত, সেই পুত্ৰগণের ভার্য্য। ( অবৈধ ) ও দুই ভগিনীর মধ্যে যোগ কর। অবৈধ, যাহা গত হইয়াছে তাহ। নয়, নিশ্চয় ঈশ্বর ক্ষমাশীল ও দয়ালু। ২৩ ৷ + এবং সধবা নারী ( অবৈধ ) কিন্তু তোমাদের দক্ষিণ হস্ত যাহার উপর অধিকার }ভ করিয়াছে ঈশ্বর তাহাকে তোমাদের সম্বন্ধে লিপি করিয়াছেন, এ সকল ব্যতীত তোমাদের জন্য বিধি হইয়াছে যে তোমরা আপন ধন দ্বারা ( কাবিন যোগে ) সুরক্ষক অব্যভিচারী হইয়া ( বিবাহ ) অন্বেষণ কর, অনন্তর যদ্বারা তোমরা সেই নারীগণ হইতে ফল ভোগ করিলে (বিবাহ জন্য ) পরে উহ। তাহাদিগকে তাহদের নিৰ্দ্ধারিত যৌতুক রূপেদান কর, নিৰ্দ্ধারণ করার পর যে বিষয়ে তোমরা পরস্পর সম্মত হও তদ্বিষয়ে তোমাদের সম্বন্ধে দোষ নাই, নিশ্চয় ঈশ্বর জ্ঞাত ও নিপুণ ? ২৪ । যদি তোমাদের মধ্যে কোন ব্যক্তি এই ক্ষমত।

  • সধবাকে বিবাহ করা অবৈধ, কিন্তু যদি সেই মারীর উপর অধিকার লাভ ছয়, তবে তাহাকে বিবাহ কfরতে বিধি আছে যেমন পতি বিদ্যমান কোন কাফের নারী বন্দী ছইয়া হস্তগত হইয়াছে, যিনি তাহার উপর অধিকার লাভ করিয়াছেন তিনি তাছাকে বিৰাহ করতে পারেন। (ত, শ, )

Ꮌ ☾