পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরা নেসা y80 হে বিশ্বাসিগণ, তোমাদের সম্মতি ক্রমে বাণিজ্য হওয়া ব্যতি রেকে তোমরা আপনাদের ধন অন্যায়রপে পরম্পরের মধ্যে ভোগ করিও না, এবং আপনাদের জীবনকে বধ করিও না, নিশ্চয় ঈশ্বর তোমাদের প্রতি দয়াবান * । ২৯ । যে ব্যক্তি দৌরাত্ম্য ও অত্যাচার দ্বারা ইহা করে, পরে সত্বরই আমি তাহাকে নরকে আনয়ন করিব, ইহা ঈশ্বরের সম্বন্ধে সহজ ‘া । ৩০ । যাহ। নিষেধ করা যাইতেছে সেই মহা পাপ হইতে যদি তোমরা বিরত থাক, তবে তোমাদের দোষ সকল তোমাদিগ হইতে দূর করিব এবং তোমাদিগকে গৌরবের নিকেতনে প্রবেশ করাইব # । ৩১ । ঈশ্বর যদ্বারা তোমাদের কাহাকে কাহার উপরে

  • ক্ৰোধযোগে ও দুতিক্রীড়া উৎকোচ, বিশ্বাসঘাতকতা, চোঁধা, মন্দ ব্যবসায়, মিথ শপথ, অস্বত্বে স্বত্বারোপ ও সাক্ষ দান এবং বল প্রয়োগ দ্বার। যে ধন উপার্জন করিয়া ভোগ করা হয় তাহাই অন্যার ভোগ । এ স্থলে “আপনাদের” অর্থ এই যে প্রকৃত পক্ষে সমুদায় বিশ্বাসী এক, পরস্পর আত্মীয় “আপনাদের জীবনকে বধ করিও না” অর্থাৎ পাপীকার্য্য করিয়া কিম্ব। অবৈধ বস্তু ভোগ করিয়া অথবা ষ্টলিয়ের অধীনতা স্বীকারে তাহার চরিতার্থত৷ সাধন করিয়া আপনাদের জীবনকে নষ্ট করিও না। অজ্ঞান পৌত্তলিক হিন্দু যেমন আপনাকে পুত্তলিকার উদ্দেশ্যে বলি দান করে কিম্বা মৃত্যুজনক বিপদজনক স্থানে আপনাকে স্থাপন করে তোমার সেরূপ করবে না । যাই তোমাদের মৃত্যুর কারণ হয় এরূপ কোম কাৰ্য্য করিবে না । (ত, ছো)

+ অর্থাৎ এই বলিয়া অহঙ্কার করিও না ষে আমরা মোসলমান, श्रीमद्भ१ কেন নরকে যাইব ? তোমাদিগকে নরকে প্রেরণ করা ঈশ্বরের পক্ষে সহজ (ङ, */1.) কোরাণে বা হদিসে যে পাপের জন্য নরক ভোগ স্পষ্ট डेमिपिङ एझै१८छ, ঈশ্বরের আক্রোশ ও নিৰ্দ্ধাৰিত শক্তি র কথা আছে, जुहे मश***१, भl५१