পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ ☾ • কোরাণ শরিফ । যাহাকে ঈশ্বর অভিসম্পাত করেন, তুমি তাহার জন্য সাহায্যকারী পাইবে না । ৫২ । তাহাদের জন্য কি রাজত্বের সত্ব আছে ? ( যদি স্বত্ব লাভ করে ) তবে সেই সময়ে তাহার। লোকদিগকে খজুরের খোষা পরিমাণ দান করিবে না । ৫৩ ৷ ঈশ্বর নিজ করুণাগুণে তাহাদিগকে যাহা দান করিয়াছেন তদুপলক্ষে কি তাহার লোকের প্রতি বিদ্বেষ করে ? নিশ্চয় আমি এব্রাহিমের সন্তানদিগকে গ্রন্থ ও জ্ঞান দান করিয়াছি এবং তাহাদিগকে প্রকাণ্ড রাজত্ব দিয়াছি। ৫৪। অতঃপর তাছাদের (কাফেরদিগের) কোন লোক তৎপ্রতি বিশ্বাস স্থাপন করিয়াছে, এবং তাইদের কোন লোক তাহtহইতে বিমুখ হইয়াছে, (তাহাদের জন্য) প্রদীপ্তানল নরক যথেষ্ট # । ৫৫ নিশ্চয় যাহারা আমার নিদশন সকলের বিরুদ্ধাচারী হইয়াছে, আমি সত্বর তাহাদিগকে অনলে প্রবেশ করাইব, যখন তাহদের চৰ্ম্ম দগ্ধ হইবে, তখন তাহার বিনিময়ে তাহাদিগকে অন্য চৰ্ম্ম দিব, যেন তাহারা শাস্তির স্বাদ প্রাপ্ত হয় ; নিশ্চয় ঈশ্বর পরাক্রান্ত নিপুণ । ৫৬ । এবং যাহার বিশ্বাসী হইয়াছে ও সৎ কৰ্ম্ম করিয়াছে, সত্বর আমি তাহাদিগকে স্বগোদ্যানে লইয়া যাইব যাহার নিম্নে পয়ঃপ্রণালী সকল প্রবাহিত পথে বিশ্বাস স্থাপন কাল্পী লোক অপেক্ষা অর্থাৎ মোসলমানদিগের অপেক্ষ ইছার অধিক পথদর্শী। ঈশ্বর ইহুদিদিগের এই কপটতা ও অধৰ্ম্মাচারের সংবাদ দিতে ছেন । ( ত, ক্ষেী, )

  • পরমেশ্বর সর্বদা এব্ৰাছিমের বংশে মঞ্জস্ব রক্ষা করিয়৷ আসিয়াছেন, এইক্ষণ ৪ তাছার বংশে মহত্ব আছে । অবিবেচক লোকের। তাছা স্বীকার করে

नt । ( ङ, श्रृंi, )