পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**;&tya কোরাণ শরিফ । য়াছে যদি তাহার। তাহা করিত তবে নিশ্চয় তাহীদের জন্য উহ। মঙ্গল ও (বিশ্বাসের ) দৃঢ়তা বিষয়ে প্রবল হইত। ৬৬।+ এবং আমি একান্তই তখন নিজ হইতে তাখাদিগকে মহাপুরস্কার দান করিতাম । ৬৭ + এবং একান্তই তাহাদিগকে সরলপথ প্রদর্শন করিতাম। ৬৮। এবং যাহারা ঈশ্বরের ও প্রেরিত পুরুষের আদেশ মান্য করে, ( প্রেরিত পুরুষের যোগে ও সত্যাচারী ধৰ্ম্মযুদ্ধে হত এবং সাধুদিগের যোগে তাহাদের প্রতি ঈশ্বর যে দান করিয়াছেন তাহা যাহাদের সঙ্গে আছে) তাহারা সেই লোক এবং তাহারা উত্তম সহচর । ৬৯ ৷ ঈশ্বর হইতে এই দান, ঈশ্বরই জ্ঞানবান যথেষ্ট । ৭• । ( র, ৯ ) হে বিশ্বাসিগণ, অস্ত্র ধারণ কর, তৎপর বিভিন্নরূপে বহিগভ হও, অথবা দলবদ্ধ হইয়। বাহির হও । ৭১। নিশ্চয় তোমাদের মধ্যে কতক লোক অাছে যে একান্তই বিলম্ব করিয়া থাকে, পরিশেষে যদি তোমরা বিপদগ্ৰস্ত হও তাহারা বলে “ যখন আমরা তাহীদের সঙ্গে ছিলাম না তখন ঈশ্বর আমাদিগের প্রতি তালুগ্রহ করিয়াছেন” । ৭২ । এবং যদি ঈশ্বর হইতে তোমরা মুসার সময়ে এস্রায়েল বংশীয় কতকগুলি লোক কোন অপরাধ করিয়াছিল, তাহাতে মুসা আদেশ করেন যে তোমাদের এই অপরাধের প্রায়শ্চিত্ত এই যে তোমরা পরস্পর যুদ্ধ করিয়া হত হও, তৎক্ষণাৎ সকলে আজ্ঞা শিরোধাৰ্য্য করিয়া পরস্পর ইত্যায় প্রবৃত্ত হইল । তাছাতে সপ্ততিসহঅ লোক প্রাণত্যাগ করিল। আপনাদের প্রেরিত পুৰুষকে কখন তাহার। অমান্য বা অবিশ্বাস করে নাই ।” কয়সের পুত্র সাবেত এই কথা শুনিয়া ঈশ্বরের নামে শপথ করিয়া বলিলেন যে “ যদি হজরত তামাকে আদেশ করেন আত্মগতা কর, আমি এই আজ্ঞা পালন कद्भिद ।' अना झ्दै छिन छन७ ७३ को बनिप्लन ? उथन जेश्वप्द्रव्र ७हे आज्ञ्। श्ञ 1 ( ङ, cझl, )