পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆb-o কোরাণ শরিফ । গ্রস্থে তোমাদের প্রতি যাহা পঠিত হইয়া থাকে,—যtহাদিগকে তাহাদের জন্য যাহা লিখিত হইয়াছে তোমরা প্রদান করন ও যtহাদিগকে বিবাহ করিতে আকাঙক্ষ কর ( তাহাদের বিষয়ে ) এবং নিরাশ্রয় বালকদিগের বিষয়ে ( ব্যবস্থা দিয়াকেন ) ন্যায়ানুসারে অনাথ দিগকে প্রতিষ্ঠিত রাখার ( অজ্ঞা ) তোমরা যে কিছু সৎকন্ম করিয়া থাক নিশ্চয় ঈশ্বর তাহার জ্ঞাত । * । ১২৭ ৷ যদি কোন স্ত্রী আপন স্বামী হইতে অবাধ্যতা ও অবজ্ঞার আশঙ্কা করে তবে উভয়ের পক্ষে দোষ নয় যে কোন সম্মিলনে আপনাদের মধ্যে সম্মিলন সংস্থাপন করে ; সম্মিলন কল্যাণ, কৃপণতার প্রতি প্রাণ স্থাপিত, যদি তোমরা সৎকাৰ্য্য কর ও ধৰ্ম্মভীরু হও তবে নিশ্চয় তোমরা যাহা কর ঈশ্বর তাহার জ্ঞাত৷ গ’ । ১২৮ । যদিচ তোমরা ইচ্ছ।

  • এই সুরার প্রথমভাগে নিরাশ্রয়ের স্বত্ব সম্বন্ধে বিধি নিৰ্দ্ধারিত হইয়াছে । তাছাতে এই মৰ্ম্ম প্রকাশ পাইয়াছে যে, যে নিরাশ্রয় বালিকার পিতৃব্যপুত্র ব্যতীত অভিভাবক মাই, পিতৃব্যপুত্র যদি বুঝিতে পারে যে সে তাহার স্বত্ব পরিশোধ করিতে পারিবে না । তলে ভাহাকে সে বিবাহ করিবে না । অন্য কাহার সঙ্গে বিবাহ দিৰে । এই বিধি প্রবর্তিত হইবার পর হইতে মোসলমানগণ এরূপ অবস্থাপন্ন নারীর পাণিগ্রহণে নিৰ্বত্ত ছিলেন । পরে যখন দেখিলেন অভিভাবক বিবাহ করিলে নারীর পক্ষে কোন কোন বিষয়ে মঙ্গল হয় এবং সে যেমন তাহার হিতসাধন করিতে সক্ষম অন্য কেছ সেরূপ নয়, তখন র্তাহার। হজরতের নিকটে ইহার বিধি প্রার্থনা করিলেন, তাছাতে এই আয়ত অৰতীর্ণ হয় ইহার মৰ্ম্ম এই যে যে পর্যন্ত নিরাশ্রয়। নারীর স্বত্ব পূর্ণরূপে প্রদান না করিবে DDDD B BBD BDD BDDS DDDS KDD BBB C DDDD BBB BBDD সমুখস্থক হইলে বিধি হইল। ( ত, শ', )

অর্থাৎ স্বামীকে অপ্রসন্ন দেখিয়া স্ত্রী তাছাকে প্রসন্ন করিৰার উদ্দেশ্যে