পাতা:কোরাণ শরিফ - প্রথম ভাগ.pdf/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2.ob" কোরাণ শরিফ । যদিচ তুমি আমাকে হত্যা করিতে আমার প্রতি তোমার হস্ত প্রসারণ কর, অামি কখন তোমাকে হত্যা করিতে আমার হস্ত তোমার প্রতি প্রসারণ করিব না, নিশ্চয় আমি বিশ্বপালক পরমেশ্বরকে ভয় করি * । ৩১ - নিশ্চয় আমি ইচ্ছ করি যে তুমি আমার অপরাধ ও তোমার অপরাধ সহ ফিরিয়া যাও ও নরকবাসীদিগের একজন হও, ইহাই অত্যাচারীদিগের প্রতিফল ণ" | ৩২ । অতঃপর ভ্রাতাকে বধ করা তাহার প্রকৃতি তাহার জন্য সহজ করিল, অবশেষে তাহাকে হত্যা করিল, পরে সে ক্ষতিকারীদিগের এক জন হইল। ৩৩ । অনন্তর কি রূপে আপন ভ্রাতার শব গোপন করিতে হইবে তাহাকে প্রদর্শন করিবার জন্য পরমেশ্বর এক কাককে মৃত্তিক খনন করিতে পাঠাইলেন, সে বলিল আমার প্রতি আক্ষেপ, আমি কি দুর্বল হইলাম যে এই বায়স সদৃশ হইব ? পরে সে ভ্রাতার মৃতদেহ লুক্কায়িত করিল, অবশেষে সন্তপ্ত হইল ৩৪ ৷ একারণে

  • যদি কোন ব্যক্তি কাছাকে অযথা আঘাত করে তবে সেই অত্যাচারীকে আঘাত করা যাইতে পারে । ধৈর্য্যধারণ করিয়া ক্ষমা করিলে বিশেষ श्रृंड7 । (ऊ, *",)

+ অর্থাৎ তোমার পাপ তোমার সঙ্গে রছিল, অপিচ অংমার হত্যাজনিত পাপ বৃদ্ধি ছইল । আমার জীবনের পপি চলিয়া গেল । (ত, শ, )

  1. ইছার পূৰ্ব্বে কোন মনুষ্যের মৃত্যু হয় নাই যে কাৰিল জানিতে পাইবে মুভদেহসম্বন্ধে কি করিতে হুইবে । কাবিল ছাবিলকে বধ করিয়া এই ভাবিয়। ভীত হুইল যে এই শব পড়িয়া থাকিলে লোকে ইহা দেখিয়। আমাকে ছত্যাকারী বলিয়া ধরিৰে। সে ইল ভাবিতেছিল ইতিমধ্যে এক কাক ঈশ্বর কর্তৃক প্রেরিত হইয়। তাহ'র দৃষ্টিগোচরে চঞ্চুপুটে ভূমি খনন করিল। তাহ দেখির সে